Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

দৈনিক কবিতা প্রতিযোগিতাবিভাগ-কবিতাশিরোনাম-"চেতনার বলয়ে"কলমে-শ্রী মদন মন্ডল__________//তাং ০৪.০৬.২০২১দিনের আলোয় নেই মানুষে ব্যস্ততা-কলরব,নেই বহুকে বঞ্চিত করে বসে যেতে হবেযান-বাহনের সিটে;মানুষেরা শরৎ-হেমন্ত-শীতের অবিরল পা…

 


দৈনিক কবিতা প্রতিযোগিতা

বিভাগ-কবিতা

শিরোনাম-"চেতনার বলয়ে"

কলমে-শ্রী মদন মন্ডল

__________//তাং ০৪.০৬.২০২১

দিনের আলোয় নেই মানুষে ব্যস্ততা-কলরব,

নেই বহুকে বঞ্চিত করে বসে যেতে হবে

যান-বাহনের সিটে;

মানুষেরা শরৎ-হেমন্ত-শীতের অবিরল পাতার

মত ছন্দে দূরে যেতে পারে কিন্তু বিষাদের

সুরে বীণার তারছিঁড়ে যায় গ্রীষ্মে !

নবোদয় সূর্যের গন্ধে কবে বসুন্ধরা ফিরে এসে

পরিচিত জল,আলো,আধো-অধিকারিনীকে

কর্মসংস্থান,শিল্পায়ন,কেনা-বেচায়

অধিকার করে নিতে পারবে-

ভেবে তারা অন্ধকারে শোকে নীল ।

আমরা এ-পৃথিবীর বহু দিনকার সুখের সংকল্প,

মর্যাদায় বাঁচার স্বপ্ন ,স্বাধীন বিচরণ যে আজ

কোন এক অজ্ঞাত কারনে জ্ঞানের নিকট থেকে

কঙ্কাল থেকে ঢের দূরে থাকে ।

অনেক বিদ্যা দান উত্তরাধিকার পেয়েও-

জীবন বিজ্ঞানে নতুন সংকলন ?

জ্ঞান নেই আজ এই পৃথিবীতে ; সঠিক জ্ঞান

প্রাপ্তি তে কবে প্রেমের মাধ্যমে কবে হবে

চেতনার বলয়ে বিজ্ঞানের আর্শীবাদ;

অভিশাপ গুলো ভুলের পাপের উৎস অতিক্রম

করে চেতনার বলয়ে হবে মানুষের জীবন নির্মল ??