Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

০৪/০৬/২০২১~~~~~~পৃথক পৃথিবী ~~~~~~~কলমে ঃ- প্রসেনজিৎ সেন (যীশু)বেদনার সাদা থান পরেছি জীবনে সবুজ উপায় এসে হাতছানি দেয়সম্মত হয়েছি,তবু দ্বিধা রেখে যাইঈষৎ নীলাভ জানি কবিতা অধ্যায়। 
আকাশের চক্ষু থেকে ঝরে পড়ে জলতুমি কি চাঁদের আলো মিশিয়ে…

 


০৪/০৬/২০২১

~~~~~~পৃথক পৃথিবী ~~~~~~~

কলমে ঃ- প্রসেনজিৎ সেন (যীশু)

বেদনার সাদা থান পরেছি জীবনে 

সবুজ উপায় এসে হাতছানি দেয়

সম্মত হয়েছি,তবু দ্বিধা রেখে যাই

ঈষৎ নীলাভ জানি কবিতা অধ্যায়। 


আকাশের চক্ষু থেকে ঝরে পড়ে জল

তুমি কি চাঁদের আলো মিশিয়েছ তাতে ? 

অভিশপ্ত হেঁটে যাব... জীবনে যা হোক,

আলোকে লিখিনি আমি কখনও ছায়াতে । 


ভেবেছি প্রকৃত যাব শিহরনময়

ভেবেছি অন্ধের মতো লিখে যাওয়া যায় ? 

প্রতিটি শব্দের আছে পৃথক পৃথিবী 

প্রতিটি কবির আছে জাগাবার দায়। 


জাগিয়ে রাখাই ধর্ম,জাগরণকাল

কখনও সুখের নয়...সামগ্রিক ভার

তুমিই নিয়েছ কাঁধে...যতটুকু যাবে 

তোমার কবিতা পাবে ততটা বিচার। 


ফলত আঘাতটুকু যত্নে তুলে নিই

শব্দের সলতে চায় প্রকৃত জখম

জ্বলে উঠে পুড়তে চাই,প্রতি অণুক্ষণ

বুকের অন্তরে বাতি...ধন্যবাদ মোম। 


ধন্যবাদ নির্জনতা...একাকার ঘর ! 

এক কবি এখানে বৃত্ত হয়ে ওঠে 

নিজেরই মৃত্যু হলে কবি প্রকাশিত 

বাঁধ ভেঙে তীব্র নদী পরজন্মে ছোটে ।।