Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

কবিতা বিভাগশিরোণাম - মেঘলা মেয়ের একলা দুপুরকলমে - শুক্লা সরকারতারিখ - ১৭/০৬/২০২১*********************আকাশের মুখখানা আজ বড্ড ভারী,মন খারাপের আলস্যে বসে ক্ষণিকা দুপুর। বনানীর পত্রালিতে ছবি এঁকে চলেছে একলা দুপুরের মেঘলা মেয়ে।ব্যর্…

 


কবিতা বিভাগ

শিরোণাম - মেঘলা মেয়ের একলা দুপুর

কলমে - শুক্লা সরকার

তারিখ - ১৭/০৬/২০২১

*********************

আকাশের মুখখানা আজ বড্ড ভারী,

মন খারাপের আলস্যে বসে ক্ষণিকা দুপুর। 

বনানীর পত্রালিতে ছবি এঁকে চলেছে 

একলা দুপুরের মেঘলা মেয়ে।

ব্যর্থতায় চির আশাবাদী অচেনা মেঘ

যে ভোরবেলায় মন দিতে চেয়েছিল,

প্রার্থিত যৌবনের ক্লান্তিহীন চলার পথে

ভালোবাসার কথা বলেছিল যেতে যেতে।

সেই মেঘেদের ছবি আঁকতে বসেছে

মেঘলা মেয়ে, এখন একলা দুপুর।

হৃদয়ের দুর্বলতা পাছে কেউ টের পায়,

শঙ্খসাদা মন আর পাখিদের গান নিয়ে

এঁকে চলেছে, মেঘেদের প্রাণপ্রিয়া।

দলে দলে যোগ দিয়েছে,

মেঘলা মেয়ের বন্ধুরা সব, বলবে কথা,

ডেকে ডেকে, মন দিয়েছো, মন পেয়েছো?

অশ্রুমতী শ্রাবননদী বললো ডেকে,

ও মেঘলা মেয়ে, যাচ্ছ কোথায়?

কি আঁকছো পত্রালীতে?

পড়বে নাকি বৃষ্টি এখন?

ঝরবে নাকি অবিরল?

সেদিনের সেই নীলরোদের মায়াবী সকাল

তোমায় কিছু বলেনি?

টিয়া রঙ ঘাসেরা, সবুজের গালিচায় বসে

গল্প করছিল, ডুবে যাবে তোমার বৃষ্টি জলে।

আজ সকালেই তো, শিমুলের শীর্ষচূড়ে

জেগে উঠেছিল প্রত্যাশার লাল সূর্য,

এখন তা, অন্ধকার হৃদয়ের আকাঙ্খার ভুল।

ঝিরি ঝিরি বৃষ্টির প্রশান্ত বিকেলে,

শ্রাবণের অঝোর ধারায়, কান্নায় ভেঙে পড়লো, মেঘলা মেয়ে , একলা দুপুর সঙ্গে নিয়ে।

দূরের বিজন মাঠের হাওয়ায়,

হাততালি দেয় নীলচে ডানায়,

চললে কোথায়, ও পাখিরা ?

বেদনার ছবি আঁকবো এখন............

কালকে এসো, বলবো কথা, অনেক রকম।

রজনীগন্ধার দুরু দুরু বুক,

কেঁপে ওঠে তার , জীবনের সুখ,

বেজে ওঠে যেন, গুন গুনিয়ে,

 রবি ঠাকুর আর সেতারের সুর।

যে সুরে আছে মেঘের মল্লার,

যামিনী রায়ের ক্যানভাস আর,

মেঘলা মেয়ের আঁকার মতো,

আলোছায়া মাখা, মেঘেদের সার।

ও মেয়ে, তোর ঘর কোথা রে?

বৃষ্টির মধ্যেই খুঁজে নে তোর বন্ধু যে জন,

সাক্ষী থাকবো তোর ভালোবাসার

ছবির মতো এ সংসারে।

আবার আসিস পড়ে, তোর

মিষ্টি সুরের জলনুপুর?

ভুলিস না কো, ও মেয়ে তুই, 

আসিস আবার, আমার সাথে একলা দুপুর।