Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

দৈনিক প্রতিযোগিতা বিভাগ - গদ্য কবিতা -------------------------ফিরিয়ে দাও স্বাধীনতাজাহাঙ্গীর চৌধুরী তাং-১৭/৬/২১
দিবাকর সুধাকর তারকা গিরি পাথার,পৃথিবীর জনন সাক্ষী,ক্ষিতির ধ্বংসাব্দী অবিনাশী। তুমি কি ভাবো তুমি তাদের কেউ বা মেদিনীর অন…

 


দৈনিক প্রতিযোগিতা 

বিভাগ - গদ্য কবিতা 

-------------------------

ফিরিয়ে দাও স্বাধীনতা

জাহাঙ্গীর চৌধুরী 

তাং-১৭/৬/২১


দিবাকর সুধাকর তারকা গিরি পাথার,পৃথিবীর জনন সাক্ষী,ক্ষিতির ধ্বংসাব্দী অবিনাশী। 

তুমি কি ভাবো তুমি তাদের কেউ বা মেদিনীর অনিত্য বাসী?  

না তুমি তাদের কেউ না,তুমি কাঁচা থেকে আধাপাকা তারপর পাকা অতঃপর ঝরে পড়া ফলের মতো নশ্বর এক মহাজীব। 

জীবনকে যতই টান জীবন হবেনা দীঘল রাবারের মতো ছিন্ন হবে বা নাটাইয়ের ঘুড্ডির ন্যায় সমাপ্তি টানবে,হবেনা সঞ্জীব। 

তুমি দাবায় দর্পে মহা শূর রাজক,

স্বাধীনতা আজ ফেরাউনের লাশ,

নিত্য খোঁজে লাল-সবুজের নিশ্বাস। 

কালের কণ্ঠ তোতাপাখির বুলি,

তবু স্বাধীন বলি।

ইতিহাসের পাতায় পাতায় মুদ্রিত রাজন্যক সমাচার,

স্বৈরাচারের নাম কৃষ্ণাক্ষরে লেখা, 

ওদের মহাযাত্রা ছিল অতি বিষাদে ঢাকা। 

সুশাসনকারীর নাম খোদাই স্বর্ণাক্ষরে,                      

যাদের নিঃশ্বাস নিঃশেষিত সেরাজীবের ভালোবাসা ঘিরে। 

বিগত শাসক শোষক শাসিত শোষিত সবাই আজ এক বিবরে,নেই বাহাদুরি জমিদারি সবাই সম গোরের অধিকারী। 

কেউ নহে কারো সুদূরে।

হে রাজন,করো ধারণ ওমরের দর্পণ,তবে হবে ভবে মহান।

ফিরিয়ে দাও স্বাধীনতা,

নিরাময় করো লাল-সবুজের ব্যথা।