সৃষ্টি সাহিত্য যাপন
“বৃষ্টি ভেজা গান” আরিফ আহসান তাং-১৮-০৬-২০২১ইং
কদম তলে বর্ষা জলেমন রাঙিয়ে যায়,সাদা শাড়ির হলুদ ছাপায় কদম ছন্দ পায়।
সবুজ পাতার সখ্যতা’তেপ্রেমের তুফান বয়,ভেজা দেহে দস্যি মেয়েরমনটা কিয…
সৃষ্টি সাহিত্য যাপন
“বৃষ্টি ভেজা গান”
আরিফ আহসান
তাং-১৮-০৬-২০২১ইং
কদম তলে বর্ষা জলে
মন রাঙিয়ে যায়,
সাদা শাড়ির হলুদ ছাপায়
কদম ছন্দ পায়।
সবুজ পাতার সখ্যতা’তে
প্রেমের তুফান বয়,
ভেজা দেহে দস্যি মেয়ের
মনটা কিযে কয়।
আকাশ হতে অঝোর ধারায়
টাপুর টুপুর নাদ,
জমিন পটে শিল্পির ছবি
পূর্ণ জলের সাধ।
কৃষ্ণচূড়া হাতে নিয়ে
প্রেমিক জনা ধায়,
প্রেমের কাব্যে ছন্দ আনে
প্রিয়ার ভেজা কায়।
ওই না দূরে জলের সুরে
ময়ূর নাচে প্রাণ,
ভেসে আসে হিম বাতাসে
বৃষ্টি ভেজা গান।
ঢাকা,বাংলাদেশ।