Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপন গদ্য কবিতা শিরোনাম "থাকবে না"কলমে সুনীল বণিক। ১৭|৬|২০২১*************থাকবে না সুনীল বণিক। ***************আগামী দিনে থাকবে না,কত কিছু,নতুন প্রজন্মের জন্য। থাকবে না সুশিক্ষা, সুরক্ষা।স্কুল কলেজ থাকবে না…

 


সৃষ্টি সাহিত্য যাপন 

গদ্য কবিতা 

শিরোনাম "থাকবে না"

কলমে সুনীল বণিক। 

১৭|৬|২০২১

*************

থাকবে না 

সুনীল বণিক। 

***************

আগামী দিনে থাকবে না,

কত কিছু,নতুন প্রজন্মের জন্য। 

থাকবে না সুশিক্ষা, সুরক্ষা।

স্কুল কলেজ থাকবে না।

চাকরী, রোজগার থাকবে না।

ডাক্তার, হাসপাতালে ভরসা

থাকবে না। 

প্রাণ বায়ু আর পানীয় জল

থাকবে না।

সামাজিকতা আর আত্মীয়তা বোধ 

থাকবে না। 

শুদ্ধ, খাটি, খাদ্য খাবার, 

থাকবে না। 

অনুষ্ঠান, জমায়েত ,পূজো পার্বণ, 

থাকবে না।

শ্লীলতা শালীনতা থাকবে না।

এই সমস্ত চিন্তায় নিদ্রা থাকবে না।

তাই হজম শক্তিও 

থাকবে না।

বন্ধু, প্রতিবেশী, সহযোগীতার হাত,

এ সব থাকবে না। 

খেলার মাঠ, পুকুর, ক্লাবঘর,ফুর্তি, 

থাকবে না।

কায়িক, মানুষিক পরিশ্রম 

থাকবে না। 

ধৈর্য, সহনশীলতা, সাংগঠনিকতা

থাকবে না ।

সৃষ্টি, বিকাশ, গঠন এসব ভাবনা

থাকবে না। 

মোদ্দা কথা সুস্থ সাবলীল জীবন,

পরবর্তী প্রজন্মের জন্য, 

থাকবে না।

বাহ্যিক আড়ম্বরতা, জাঁকজমক ভাব,

থাকবে না।

ফুচুর ফুচুর ভালোবাসা বাসি,

থাকবে না। 

হিতৈষী, পরোপকারী, মনের মানুষ, 

থাকবে না। 

পরবর্তী প্রজন্মের জন্য এত কিছু, 

থাকবে না।