দৈনিক কবিতা প্রতিযোগিতাবিভাগ:-কবিতাশিরোনাম:-প্রেমের ছলনাকলমে:-নরেন্দ্র নাথ রায়২৮/০৬/২০২১
রাধারাণী কয় ---মন করি জয় পরি কলঙ্কের মালা, যমুনাতে আসি -শুনে তব বাঁশি মিটাব গায়ের জ্বালা।
জল নিতে যায় -গুটি গুটি পায় …
দৈনিক কবিতা প্রতিযোগিতা
বিভাগ:-কবিতা
শিরোনাম:-প্রেমের ছলনা
কলমে:-নরেন্দ্র নাথ রায়
২৮/০৬/২০২১
রাধারাণী কয় ---মন করি জয়
পরি কলঙ্কের মালা,
যমুনাতে আসি -শুনে তব বাঁশি
মিটাব গায়ের জ্বালা।
জল নিতে যায় -গুটি গুটি পায়
যমুনার ঘাটে রাধা,
মাঠে ছেড়ে ধেনু বিনোদের বেণু
রাধাকে দিল যে বাধা।
শরতের রবি--- বিনোদিনী ছবি
দেখে হলো উচাটন,
নববধূ সাজে --দেখে বেণু বাজে
রোমাঞ্চিত বৃন্দাবন।
যমুনার জল --------করে টলমল
জল ভরে রাধারাণী,
নীলাভ যমুনা --- --লালের নমুনা
বেণু বিরহের বাণী।
কদমের ডালে --সু-ছন্দের তালে
রাধা নামে বাঁশি গায়,
দেখিবার কালে- উপর তাকালে
ঘোমটা পড়িয়া যায়।