Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপনবিভাগ : কবিতাশিরোনাম : স্বপ্ন প্রভাতকলমে : অসীম মজুমদারতারিখ: ১৮/০৬/২০২১
যদি এমন হত, এই সেই স্বপ্ন প্রভাতসবুজের সাহারায় মুছে যেত দমবন্ধ রাত ....উষ্ণায়ন নেই, নেই অবিরত দাবদাহের জ্বালাধূসরতা কেটে চারিদিকে দেখি, …

 


সৃষ্টি সাহিত্য যাপন

বিভাগ : কবিতা

শিরোনাম : স্বপ্ন প্রভাত

কলমে : অসীম মজুমদার

তারিখ: ১৮/০৬/২০২১


যদি এমন হত, এই সেই স্বপ্ন প্রভাত

সবুজের সাহারায় মুছে যেত দমবন্ধ রাত ....

উষ্ণায়ন নেই, নেই অবিরত দাবদাহের জ্বালা

ধূসরতা কেটে চারিদিকে দেখি, শুধু সবুজের মেলা।

দূষণের বিষ গেছে কেটে বেশ, বাতাস হয়েছে নির্মল

প্রশ্বাসে পাই পরিশুদ্ধ বাতাস, তরতাজা মন প্রাঞ্জল।

স্বপ্ন আমাদের সুস্থ পৃথিবী, শস্য-শ্যামলা জন্মভূমি

আনন্দেতে বাঁচবে প্রাণী-উদ্ভিদ, একে অপরের প্রেমী।


যদি এমন হত, এই সেই স্বপ্ন প্রভাত

সব মানুষের মুখে দুই বেলা দু-মুঠো ভাত ....

লোভ-লালসা নেই, নেই হিংসার ভ্রুকুটি রেখা

প্রেমের সাগরে ভেসেছে পৃথিবী, প্রেম হয়ে গেছে শেখা।

হানাহানি নেই, নেই জাত পাতের নগ্ন তামাশা

মানুষের সাথে মানুষের মাঝে মিশে গেছে ভালোবাসা।

জীবনের প্রয়োজনে, সকলের পাশে পাশে থাকা

দুঃখের ঘন কুয়াশা কাটিয়ে সকলকে সামলে রাখা।


যদি এমন হত, এই সেই স্বপ্ন প্রভাত ...

নারী-পুরুষের অধিকারে, থাকবে না কোন তফাৎ

সকলেই খুশী হত, সুস্থ সুন্দর সন্তান কোলেতে পেয়ে

ক্রোমোজোম বিন্যাসে হোক না সে ছেলে অথবা মেয়ে।

মানুষ গড়া একই ভাবে, রইবে না কোন ভেদাভেদ

ছেলে মানে সব ভালো, মেয়েদের ক্ষেত্রে হবে না ব্যবচ্ছেদ।

সম্মান পাবে মানুষ হিসাবে, লিঙ্গ ভেদে অমর্য্যাদা নয়

খুশিতে বাঁচবে আগামীর মা, খুঁজে পাবে আত্ম-পরিচয়।


যদি এমন হত, এই সেই স্বপ্ন প্রভাত ...

স্বপ্ন দেখা সার্থক হত, বাস্তবের সাথে হত না সংঘাত।