Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি-সাহিত্য-যাপন      ১০।     ♦ বৃষ্টি বৃষ্টি♦            “””””””””””””””””       শ্রীস্বদেশ  সাধক  সরকার     “””””””””””””””””””“””””””””””””””””” ০২ রা জ্যৈষ্ঠ ১৪২৮ / ১৭/০৬/২০২১
‘’’““““““““““““““““““““”““””“”““”“”””””””””””“”…

 


সৃষ্টি-সাহিত্য-যাপন      

১০।     ♦ বৃষ্টি বৃষ্টি♦

            “””””””””””””””””

       শ্রীস্বদেশ  সাধক  সরকার 

    “””””””””””””””””””“”””””””””””””””””

 ০২ রা জ্যৈষ্ঠ ১৪২৮ / ১৭/০৬/২০২১


‘’’““““““““““““““““““““”““””“”““”“”””””””””””“””””””””””

          সব কিছু হঠাৎ বদলে গেল এক লহমায়,

 দিনের শেষে চেনা ছবি অচেনা হলেও কেমন

 যেন চেনার আবেশেও তার চালচলন মনের

 অভ্যন্তরে অচেতন অবস্হায় সুপ্ত থেকে মাঝে

 মাঝেই উঁকি মারছিল। 

   এখন তো বাদলা দিনের খবর আবহাওয়া

 বার্তা আগাম জানন দেয় যাতে করে তার

 চরিত্র সম্বন্ধে একটু আধটু ওয়াকিবহাল 

 হয়ে যায় তবুও অপরিচিত প্রেম যেমন এক 

 রোমাঞ্চকর  স্বপ্নে জেগে থাকে তেমনি

 হঠাৎ আকাশ তার রঙ বদলে দিলে মনের

 মাঝে কেমন না জানা আকুতি এক আবেগ

 তৈরী করে দেয়। 

  দহনতাপে তাপিত এ ধরাতল যে  অস্বস্তিকর 

 পরিবেশ তৈরী করে তা থেকে নিষ্কৃতি পেতে

 বৃষ্টি,বৃষ্টি যেন আপনা হতেই সবাই কামনা

 করে। 

  অথচ তিনি না থাকলে ইনার গুরুত্ব কি

 আর থাকত,প্রেমের মাঝে বিরহের ,দুঃখের

 সাথে সুখের আর আলো আঁধারির খেলায়

 মানুষকে বিপ্রতীপের সন্ধানে নিয়ত ভাবতে

 শেখায় । 

 সেই তিনি আজ কত আদর আর ভালবাসার  

 পাত্র হয়ে সবার প্রিয় হয়ে দরজায় উপস্হিত। 

 কালো মেঘ উড়ে যায়,আকাশ তার রঙ

 বদলায়,সুর্যিমামা কেমন অসহায় হয়ে ভাগ্নে

 -ভাগ্নীদের কাছ হতে একটু দূর হতে তার কথা

 বলে,এবার তোমার ভেজার পালা,এবার

 জীবনের মোহময়তাকে নতুন ছন্দে বয়ে

 নিয়ে যেতে দায়িত্বভার  নেবার পালা। 

  বৃষ্টি বৃষ্টি,তুমি কাজলভরা নয়নে মেঘলাকাশে

 বলাকাদের ডানা মেলা ছবি যত আদরের

 ঠিক তেমনি তুমি কি দেখছ না আরেক নতুন ছবি। 

    তুমি তোমার স্নিগ্ধস্নাত পরশে কালো লম্বা

 রাস্তাটাকে সকাল হতে স্নানের মধ্যে রেখেছো,

 কেউ নেই গামছা নিয়ে তোমার পাশে দাঁড়াবার

 নয়নজুলির জলধারা আপনমনে চলে যায়,

 কেউ নেই তার কাছে,মাঠ-ময়দানগুলো এ

 দিনে সেই বাচ্চাদের ফুটবল খেলার মাতামাতি

 না থাকা যেন এক আবেগহীন,ছন্দহীন সুর

 তাল কাটা ছবি যা রোগী না হয়েও রোগের

 জানান দেয় । 

  শুধু কি তাই~বৃষ্টি,সেই চেনা পরিচিত ছাতা

 আর বর্ষাতির বেহাগ দশায় তোমাকেও কেমন

 মনমরা লাগে,আর ও দিকে ঐ দোকানগুলো

 সময়ের হেরফেরেও বিক্রিবাটার শূন্যতায়

 তোমার চেহারাতেও ভাইরাসের কঠিন

 আক্রমণ । রাস্তার সে ছবি বিবর্ণ ,ধূসর এক

 কঙ্কালসার নির্জীব চলমানতার অবাস্তব

 চেহারা তোমায় দেয় বেশ লজ্জা। 

 শুধু কি তাই,তুমি কি শুনতে পাও 

 কচিকাঁচাদের কলতান, বড়দের খুনসুটি

 কিংবা বর্ষার সেই আড্ডা আর তেলেভাজার

 উপস্হিতি যা তোমার  এক বিশেষ

 অলঙ্কার। 

 বৃষ্টি বৃষ্টি কি মিষ্টি~আজ মনের মাঝে তা

 থাকলেও কেমন এক শ্রীহীন,,সৌন্দর্যহীন

 পরিমন্ডলের সিক্ত মননের কঠিন রূঢ় 

 বাস্তবতার অচেনা ছবি যদিও চাষীর মনে

 একটু হাসি তোমার মনের আনন্দধ্বনি আর

 সবুজ গাছগাছালি পাতায় তোমার টাপুর 

 টুপুর শব্দ একটু হলেও অন্য আমেজ দেয়

 সাথে ব্যাঙ আর জোনাকিরা তাদের ফিরে

 পাওয়া অতীতকে বেশ মধুময় করে তুলেছে,

 এটাও কি কম পাওনা, কি বলো~

 কালো মেঘ উড়ে যায়,পাখিরাও উড়ে বেড়ায়,

 সমস্ত বেড়াজালকে অতিক্রম করে নতুনের

 আলোছায়ায় আসুক আগামীর সে সকাল

 যেখানেই সবাই তোমার বারিধারায় স্নাত

 হয়ে এক অনাবিল সুখের  আনন্দময় 

 কলতানে সমাজকে আবার মুখরিত করে

 তুলবে~সেই আশা আর ভরসা নিয়ে পথের

 সনধানে পথ চলতে চলতে  কথাগুলো শুনতে

 পেলো স্বপ্নময় পরিবেশের একাকী 

 জানালার ধারে তোমার বৃষ্টি বৃষ্টি শব্দের

 অনুরণনে~

 আজ কলমের ইতি এখানেই~কেমন !

“““““”””””$$$“““”””””””$$$’“”””””$$$“”””””””“““““”

 

""""""""""""""""""""""""""""""""