সৃষ্টি সাহিত্য যাপন শিরোনাম- মন।কলমে - কবির আহম্মেদ।তাং- ১৮/৬/২০২১
মন আকাশের চন্দ্রতারা জোছনা মাখে রাতের বেলা - অনুভূতির অস্থি মজ্জায় সুখের মাতঙ্গিনী সারাবেলা। ভালোবাসার রঙশহরে হোলি খেলছি মনের মতন - ভাব সাগরে রঙে…
সৃষ্টি সাহিত্য যাপন
শিরোনাম- মন।
কলমে - কবির আহম্মেদ।
তাং- ১৮/৬/২০২১
মন আকাশের চন্দ্রতারা জোছনা মাখে রাতের বেলা -
অনুভূতির অস্থি মজ্জায় সুখের মাতঙ্গিনী সারাবেলা।
ভালোবাসার রঙশহরে হোলি খেলছি মনের মতন -
ভাব সাগরে রঙের ঘোড়া দৌড়ায় রঙিলা মন।
প্রেম নদীতে রসের হাঁড়ি ভাঙবো দুজন চিরসাথী -
মন জমিনের গ্রহ তারা রৌশনাই আলো দিশেহারা।
মনের দামে মন সঁপেছি উতালা বন্ধুর পাগল মন -
যাচাই করে দেখিনিতো সোনা বন্ধুর সোনা মন।
মন মনরে মন আমার মন হারিয়ে যায় প্রেমের বৃন্দাবন -
মধুক্ষণ মধুমাসে রঙের ঘোড়া দৌড়াই দুজন সর্বক্ষণ।
আম রূপালী সাজে রসে ভেজায় আমার রসিক মন-
মন বঁধুয়া খুঁজে ফিরে সদা রঙ্গ রসের রঙিলা ভূবন।
মন জমিনের উঠোন পাড়ে সখী প্রেম রঙিলা সুজন -
ঘষে মেঝে দেখিনিতো প্রেয়সী আসল কি নকল?
উড়ালি বিড়ালি দমকা হাওয়ায় উড়ছে সদা তনুমন -
রসে ভেজা রাঙা ঠোঁটে কত কি বলে প্রেয়সী জন?
মন মনরে মন আমার - মন যে কত কথা বলে -
রঙিন স্বপ্নের তিয়াসে মন হারিয়ে যায় পিয়াসে।
মনের ঘরে প্রেম নগরে মন চায় সদা বসন্ত বিনোদন-
মন মনরে মন আমার - মন যে কত কথা বলে!