Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপন কবিতা : রক্তচোষা বাদুড়কলমে : প্রতাপ দত্ততারিখ : ২২/০২/১৪২৮ বঙ্গাব্দ
ভয়ার্ত দুঃস্বপ্নের মধ্যে আমার অবচেতন মনে সহসা উড়ে আসে এক রক্তচোষা বাদুড়।
ওর বিদ্রুপ অট্টহাস, আগুন - রাঙা রক্তপিপাসু চোখ,তীর্যক দুটি দাঁত — …

 


সৃষ্টি সাহিত্য যাপন 

কবিতা : রক্তচোষা বাদুড়

কলমে : প্রতাপ দত্ত

তারিখ : ২২/০২/১৪২৮ বঙ্গাব্দ


ভয়ার্ত দুঃস্বপ্নের মধ্যে 

আমার অবচেতন মনে সহসা উড়ে আসে 

এক রক্তচোষা বাদুড়।


ওর বিদ্রুপ অট্টহাস, আগুন - রাঙা রক্তপিপাসু চোখ,

তীর্যক দুটি দাঁত — লেজার বোমের ফুটন্ত স্ফুলিঙ্গ ...

পুতে যেতে থাকে আমার বুকে, আমার কণ্ঠনালীতে। 

আমি আড়ষ্ট শরীরে নিস্তেজ বরফ, 

পাশে আসে কোথাও কাউকেই দেখিনা !

রাতের পর রাত অন্ধকারে উড়ে বেড়ায় ... খুঁজে ফেরে 

কাঁচা ধড় - মুন্ডু। — এই রক্ত পিপাসু 

এক রক্তচোষা বাদুড় !


আমি বেরিয়ে আসি —

ন্যাশনাল রোড .... টয়োটার পেরিয়াল রশ্মিতে নড়ে ওঠে 

লড় খড়ানো কিছু কদম।

ম্যারাথন ড্রাইভের চমচমানো আলোকমালায়

হীরের হারে সাজে বিচিত্র ভারতভূমির চিত্রপট,

রক্তিম ভোরের বাহুতে দেখি পূণ্যভূমির দর্শনাভিলাষ।

এদিকে আমি পা - পিছলে বেরিয়ে এসেছি — কবি 

                                                    সম্মেলন থেকে।


কিন্তু

এখানে দেখছি, প্রত্যেকটা শরীর ও মনে প্রচন্ড তড়প, 

মৃত্যুমুখো রক্তশূন্যতায় কাতর সব্বাই!

তাহলে — আমার এই স্বপ্ন কি সত্যি ?


জন্ম - জন্মান্তর !