Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

18/06/21
কবিতা-প্রেমে পড়লাম মেঘেরকলমে-জ্যোৎস্না দত্ত
নিঃসঙ্গ জীবনের,নিঃস্বার্থ ভাবে রাতের সঙ্গী হতোআকাশ,রাত কেটে ভোর হতো তারা গুনতে গুনতে.আকাশ দেখতে দেখতে একদিন মেঘের সাথে দেখাবেশ ভালো লাগলো মেঘের চরাচর,সে যে কতোরূপে সাজতো তাই দেখ…

 


18/06/21


কবিতা-প্রেমে পড়লাম মেঘের

কলমে-জ্যোৎস্না দত্ত


নিঃসঙ্গ জীবনের,নিঃস্বার্থ ভাবে রাতের সঙ্গী হতো

আকাশ,রাত কেটে ভোর হতো তারা গুনতে গুনতে.

আকাশ দেখতে দেখতে একদিন মেঘের সাথে দেখা

বেশ ভালো লাগলো মেঘের চরাচর,সে যে কতো

রূপে সাজতো তাই দেখে মনে মনে বলেই দিলাম,

আজ থেকে আকাশ নয়,তোমায় ভালোবাসি.

তোমার পেঁজা তুলোর মতো সৌন্দর্য্য,তুমি তোমার

অস্তিত্ব বোঝাও এদিক ওদিক ঘুরে বেরিয়ে,কখনও

আবার ভালোবেসে ছুঁয়ে যাও বৃষ্টির ধারা হয়ে.

যখন তুমি বৃষ্টি হয়ে আসো তখন জানলা দিয়ে

মুখ ঝুঁকিয়ে তোমায় আমি ছুঁতে চাই,কখনও আবার ছুটি যাই সেই এক আকাশের নিচে,যেখানে

তোমার সাথে আমার অঙ্গ ভেজাই.

বেশ কাটে দুই তিন মাস তোমায় নিয়ে,তার পর

তুমি কোথায় যাও কেউ জানে না,কতো খুঁজি তোমায় আমি কোথাও না পাই.

ফের ফিরে আসি আমার একলা ঘরে,নিঃস্বার্থ ভাবে রাত জাগার সঙ্গী আকাশের কাছে.

আমার নিঃসঙ্গতা কাটে রাতের আকাশের তারার

সাথে,সে যায়নি কখনও একলা ফেলে আমায়.

মেঘে বুঝিয়ে দিলো সার্থপর আমি.বুঝলাম আমি.

এখন আমি আকাশ কে আগের থেকে অনেক বেশি

                         ভালোবাসি.