নিজস্ব সংবাদদাতা,হলদিয়া..... হলদিয়ার সুতাহাটা ব্লকের বেগুনাবেড়্যা অঞ্চলে সাইক্লোন ইয়াস বিধ্বস্ত চল্লিশটি পরিবারের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেয় "স্বপ্ননীড়" নামে ছাত্র-ছাত্রীদে পরিচালিত একটি স্বেচ্ছাসেবী সংস্থা। স্ব…
নিজস্ব সংবাদদাতা,হলদিয়া..... হলদিয়ার সুতাহাটা ব্লকের বেগুনাবেড়্যা অঞ্চলে সাইক্লোন ইয়াস বিধ্বস্ত চল্লিশটি পরিবারের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেয় "স্বপ্ননীড়" নামে ছাত্র-ছাত্রীদে পরিচালিত একটি স্বেচ্ছাসেবী সংস্থা। স্বপ্ননীড়-এর সদস্যরা পরিবারগুলোর হাতে চাল,ডাল,আলু,সয়াবিন,মুড়ি , বিস্কুট ইত্যাদি তুলে দেন। স্বপ্ননীড়-এর আগে সুন্দরবন,দিঘা সহ পূর্ব মেদিনীপুরের বিভিন্ন এলাকায় ইয়াস বিধ্বস্ত বহু মানুষের হাতে ত্রাণ সামগ্রী তুলে দিয়েছেন।
শুধু তাই নয় এঁরা লকডাউনে কাজ হারানো বহু মানুষকে খাদ্যসামগ্রী দিয়ে সাহায্য করছেন।সংস্থার পক্ষেঅর্ণব মন্ডল,অর্ণিষা রথ,শুভঙ্কর জানারা জানান আগামীদিনেও তাঁরা মানুষের পাশে দাঁড়াতে চান।