Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

রেড ভলান্টিয়ারদের পাশে এবিটিএ

নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর........ সিপিআইএম হুমগড় এরিয়া কমিটির রেড ভলেন্টিয়ারদের পাশে দাঁড়ালো নিখিলবঙ্গ শিক্ষক সমিতির(এবিটিএ) *গোয়ালতোড়* জোনাল শাখা। মঙ্গলবার হুমগড় এরিয়া কমিটির রেড ভলান্টিয়ারদের সুরক্ষা ও প্রয়োজনীয় স…

 


নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর........ সিপিআইএম হুমগড় এরিয়া কমিটির রেড ভলেন্টিয়ারদের পাশে দাঁড়ালো নিখিলবঙ্গ শিক্ষক সমিতির(এবিটিএ) *গোয়ালতোড়* জোনাল শাখা। মঙ্গলবার হুমগড় এরিয়া কমিটির রেড ভলান্টিয়ারদের সুরক্ষা ও প্রয়োজনীয় সামগ্রীর জন্য নগদ আঠারো হাজার দুশো টাকা রেড ভলান্টিয়ারদের লিডার সুকুমার মাজির হাতে তুলে তুলে দেওয়া হয় এবিটিএ এর পক্ষ থেকে।উপস্থিত ছিলেন এবিটিএ-এর গোয়ালতোড় জোনাল শাখার সম্পাদক শ্যামল ঘোষ, সভাপতি ভগীরথ লোহার, প্রাক্তন শিক্ষক অজিত নন্দী,প্রাক্তন শিক্ষক শান্তনু ভট্টাচার্য প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন সিপিআইএম হুমগড় এরিয়া কমিটির সম্পাদক বিকাশ লোহার সহ দলের ও গনসংগঠন সমূহের অন্যান্য নেতৃবৃন্দ।অন্যদিকে সোমবার এবিটিএ *গড়বেতা* আঞ্চলিক শাখার পক্ষ থেকে উদ্যোগে গড়বেতার রেড ভলেন্টিয়ারদের হাতে পিপিই কীট,স্যানিটাইজার,এন ৯৫ মাস্ক,গ্লাভস ফেসশিল্ড ইত্যাদি সুরক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন শিক্ষক নেতৃত্ব সুবীর সিনহা, প্রণব হড় ,সন্ন্যাসী মাইতি, সোনালী সিংহ,শ্যাম দুলে,জিতেন দাস প্রমুখ।এছাড়াও উপস্থিত ছিলেন সিপিআইএম নেতা তপন ঘোষ, দিবাকর ভুঁইয়া প্রমুখ। গড়বেতার রেড ভোলান্টিয়ার এর পক্ষে উপস্থিত ছিলেন চিকিৎসক ডাঃ নিউটন ঘোষ, শ্যামাপদ আঢ্য,গৌরব ঘোষ, অমিত দুলে,কৌশিক বাগ, সন্দীপ ডাঙ্গর,রৌনক সিংহ, রতন দণ্ডপাট, সুপ্রিয়া, দণ্ডপাট দেবাশিস প্রামানিক,সানু ভুঁইয়াসহ আন্যান্যরা।