Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পৃথিবী সুস্থ হবে :: স্বর-আবৃত্তি মেদিনীপুরের কবিতার ভিডিও

নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর........................ .করোনা পরিস্থিতির মাঝে কবিতার নতুন ভিডিও তৈরি করলো মেদিনীপুরের সাংস্কৃতিক প্রতিষ্ঠান স্বর-আবৃত্তি'। "পৃথিবী এখনো সুস্থ হয়নি জানি,/যুদ্ধ চলেছে মানুষে ও ভাইরাসে,/জীবনান…



নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর........................ .করোনা পরিস্থিতির মাঝে কবিতার নতুন ভিডিও তৈরি করলো মেদিনীপুরের সাংস্কৃতিক প্রতিষ্ঠান স্বর-আবৃত্তি'। "পৃথিবী এখনো সুস্থ হয়নি জানি,/

যুদ্ধ চলেছে মানুষে ও ভাইরাসে,/

জীবনানন্দ বলেছিলেন বহু আগে,/

'মানুষ তবুও ঋণী মানুষের কাছে'।"

স্বর-আবৃত্তি,মেদিনীপুর এই অতিমারির পরিস্থিতিতে মানুষের মধ্যে সাহস জোগানোর জন্য কবিতার মাধ্যমে একটি সুস্থতার বার্তা দিল।'পৃথিবী সুস্থ হবে' এই ভিডিও অ্যালবামটির রচনায় ও নির্দেশনায় শুভদীপ বসু।সমাজ মাধ্যমে এটি উদ্বোধন করেছেন বিশিষ্ট কবি আরণ্যক বসু।কুড়ি জন বাচিক শিল্পী এই কবিতাটি আবৃত্তি করেছেন।আবৃত্তির উচ্চারণে শুভদীপ এর সাথে ছিলেন দীপক বসু,মনীষা পাত্র বসু,কুমারেশ দে, পলি পাহাড়ি, বর্ণালী সাহা,শিলা মহাপাত্র,দীপান্বিতা ব্যানার্জি,সুপর্ণা ব্যানার্জি,পুষ্পিত পাল, শিবানী পাল,ঈশিতা চট্টোপাধ্যায়,অনিকেন্দু দাস,সোমদীপা রায়, প্রাঞ্জলি দাস, মিতালী পাল,অপরাজিতা রায়,শর্বরী মুখার্জি,অনিন্দিতা সাহা,অরুন্ধতী সেন। ভিডিওটি কেউ মেদিনীপুর থেকে কেউবা কলকাতায় কেউ ব্যাঙ্গালোর অথবা কেউ সুদূর আলজেরিয়া থেকে করেছেন।সকলে দূরে দূরে থেকেও এই একত্রিত প্রয়াস ইতিমধ্যে জনপ্রিয় হয়েছে। করোনাকালে মানুষের মনের অবস্থা, পরিসংখ্যান লুকোনোর কথা,পরিযায়ীদের কথা,স্কুল বন্ধ হওয়ার দরুন ছোট্ট শিশুদের মনের অবস্থা,এই অতি মারি পরিস্থিতিতেও মানুষ যে মানুষের পাশে দাঁড়াচ্ছে সে কথা, পরিবেশ দূষণ রোধ করা গেলে আমরা এসমস্ত মহামারী থেকে বেরিয়ে আসতে পারবো এমন বার্তা, গাছ লাগানোর কথা, এক দেশের সাথে অন্য দেশে সৌভ্রাতৃত্বের কথা সমস্ত কিছুই উঠে এসেছে কবিতাটির মধ্যে।আবৃত্তিশিল্পী শুভদীপ বসু কথায় 'মানুষের মনে সাহস জোগানোর জন্য আমরা এই কাজটি করেছি।এই ভয়াবহ পরিস্থিতিতে যারা সামনের সারিতে দাঁড়িয়ে লড়াই করছেন তাদের আমরা কুর্নিশ জানাই।কবিতার কথাতেই বলি-"জাতি ধর্ম বর্ণের উর্দ্ধে আজ,/

মানুষের হাত মানুষ ধরেছে জোর।/

প্রার্থনা এক পৃথিবী সুস্থ হবে,/

অপেক্ষা শুধু সেই সুদিনের ভোর।"