সৃষ্টি সাহিত্য যাপন
বিষয় - কবিতা
বৃষ্টি নাকি রোদ
শুভজিৎ সিংহ রায়
বৃষ্টিতে তোর সৃষ্টি নাকিরোদ্দুরেতে মরণ!বালির রেখা আলতা মাখায়আলতা মাখা চরণ৷আজ ঝম ঝম আলসে দিনেআলসে ভেজে ছাতেকখন যে তোর শুরুর শুরুসাঁঝ বেলা না রাতে?মন কেমনের তুলোট খাতাখাত…
সৃষ্টি সাহিত্য যাপন
বিষয় - কবিতা
বৃষ্টি নাকি রোদ
শুভজিৎ সিংহ রায়
বৃষ্টিতে তোর সৃষ্টি নাকি
রোদ্দুরেতে মরণ!
বালির রেখা আলতা মাখায়
আলতা মাখা চরণ৷
আজ ঝম ঝম আলসে দিনে
আলসে ভেজে ছাতে
কখন যে তোর শুরুর শুরু
সাঁঝ বেলা না রাতে?
মন কেমনের তুলোট খাতা
খাতার নীচে সই
সই হারানো আজকে দিনে
একলা জেগে রই৷
মন খারাপের মেঘের স্তরে
কান্না জমা জল
জলের সঙ্গে দুঃখ ঝরে
জল সইবি চল -
অনেক কিছুই হারিয়ে গেছে
জলছবি তোর বাড়ি
বাঁচারা সঙ্গে আপস করে
দিয়েছি তায় আড়ি৷
আড় বাঁশিতে বাজায় বাতাস
দুঃখ জমা সুর
সুর ছড়িয়ে হাততালি দেয়
ঝাপসা মাঠের দূর৷
বৃষ্টি যদি সৃষ্টি করে
কান্না জমার স্মৃতি
বৃষ্টি তোকে দিয়েই ছুটি
রোদ্দুরেতে মাতি৷
.............................
©subhajit