Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

# বিভাগ=কবিতা# শিরোনাম=লকডাউনে# কলমে=প্রশান্ত কুমার শীল# তারিখ=১৮/০৬/২০২১************************************************লকডাউনে চলছে রে ভাইকতো রকম রঙ্গ,চোখের সামনে দেখছি এসবদুঃখে ভরে অঙ্গ।
কেউ ঘরে বসে মাইনে পায়কাজ গিয়েছে কারো,ক…

 
# বিভাগ=কবিতা

# শিরোনাম=লকডাউনে

# কলমে=প্রশান্ত কুমার শীল

# তারিখ=১৮/০৬/২০২১

************************

************************

লকডাউনে চলছে রে ভাই

কতো রকম রঙ্গ,

চোখের সামনে দেখছি এসব

দুঃখে ভরে অঙ্গ।


কেউ ঘরে বসে মাইনে পায়

কাজ গিয়েছে কারো,

কেউবা থাকে ভুখা পেটে

কারুর পোয়া বারো।


ত্রাণের নামে কেউ আবার

দিয়ে যাচ্ছে ধোকা,

অসহায় সব মানুষগুলো

হয়ে যাচ্ছে বোকা।


কেউ ব্যবসা করে পুঁজি বাড়ায়

কারও দোকান বন্ধ,

কেউবা আবার ক্ষুধার জ্বালায়

হারিয়ে ফেলে ছন্দ।


শ্রমিক মজুর ঘরে বসে

কাজ কর্ম নাই,

তাদের মনের ব্যথা আমরা

কেউ কি শুনতে পাই?


দুধের জন্য শিশু কাঁদে

কাঁদে, বৃদ্ধ মাতাপিতা,

অসহায় এই মানুষের ব্যথা

বুঝবে বলো কি তা।


দুঃখে তাদের বুক ফেটে যায়

বলে না কিছু মুখে,

কেউবা আবার ঠান্ডা ঘরে

দিব্যি আছে সুখে।


তাইতো বলি এই বৈষম্য

দুর করা দরকার,

এগিয়ে আসুক দরদী মানুষ

এগিয়ে আসুক সরকার।

************************

************************