Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

কবিতা বিভাগতপনকুমার বন্দ্যোপাধ্যায় ১৭/০৬/২০২১২রা আষাঢ় ১৪২৮
মনোবীণা
দিনেরাতে খড়খড়ি উঠিয়ে কী দ্যাখো? এক নয় এক নয় ভিতর বাহির!জরায়ু ত্যাগের পরে আলো ও আঁধার ঢের ঢের দ্যাখা হলো। পেলে কোনো খোঁজ? ছায়ারাও মাঝেমধ্যে প্রকটিত হয়।খালি চোখে তাহ…

 


কবিতা বিভাগ

তপনকুমার বন্দ্যোপাধ্যায় 

১৭/০৬/২০২১

২রা আষাঢ় ১৪২৮


মনোবীণা


দিনেরাতে খড়খড়ি উঠিয়ে কী দ্যাখো? 

এক নয় এক নয় ভিতর বাহির!

জরায়ু ত্যাগের পরে আলো ও আঁধার 

ঢের ঢের দ্যাখা হলো। পেলে কোনো খোঁজ? 

ছায়ারাও মাঝেমধ্যে প্রকটিত হয়।

খালি চোখে তাহাদের দ্যাখা অসম্ভব 


বিশ্বের সকল কিছু দেখেই বা কি লাভ?

ছায়ার পিছনে ঘোরা পথিকের নয়


এই আলো এই আঁধার সেতো আমারই আঁচল ভরা গান।

সুরে সুরে ভরে গ্যাছে আমার পৃথিবী 

শূন্যে পূর্ণে মুখোমুখি জাগতিক ভোর

বিজয়ী হাসির ছটা ক্রিস্টাল প্যালেটে

আয় সখি আয় আয় মিটাই পিপাসা

বিস্তারিত বিবরণে সুরগুলো থাক


বাজাও মনোবীণা ভুলে সকল সংশয়

পাঠাভ্যাসে পেয়ে যাবে প্রকৃত নিলয়


কপিরাইট তপনকুমার বন্দ্যোপাধ্যায়