Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

হয়ত তুমিও একদিন কৃত্তিবাস ওঝা 17/06/2021
হয়ত তুমিও একদিন সিড়ি ভেঙে ন্যাড়া ছাদে উঠে অতি দ্রুত নেমে আসার অছিলা খুঁজবে, বেড়া ভেঙে নতুন মানচিত্র গড়ার পরিবর্তে ধরাবাঁধা নিয়মের সূত্র ধরে অঙ্ক মেলাবে, সম্পর্কের স্থান দেবে অ্যাকাডেমিক অরণ…

 


হয়ত তুমিও একদিন 

কৃত্তিবাস ওঝা 

17/06/2021


হয়ত তুমিও একদিন 

সিড়ি ভেঙে ন্যাড়া ছাদে উঠে 

অতি দ্রুত নেমে আসার অছিলা খুঁজবে, 

বেড়া ভেঙে নতুন মানচিত্র গড়ার পরিবর্তে 

ধরাবাঁধা নিয়মের সূত্র ধরে অঙ্ক মেলাবে, 

সম্পর্কের স্থান দেবে অ্যাকাডেমিক অরণ্যে ।


তোলাপেড়ে ভদ্রতার অম্লমধুর লোহার গরম চাটুতে 

সৌজন্য, শ্রদ্ধা, প্রেম ভালোবাসা, আদর আপ্যায়ন 

হয়ত মাঝে মাঝে উলটে পালটে সেকে নেবে,

কথা দেওয়া কথাগুলো 

                     হয়ত তুমিও একদিন 

                                সযত্নে রাখবে পদ্ম পাতাতে ।


বৈদগ্ধভরা আশ্রয় প্রশয় লালিত

                                         প্রতিদিনের শব্দস্বর 

সুদৃশ্য রঙিন রাংতায় মোড়া 

                                মুচমুচে মুখরোচক ভদ্রতা 

গ্যাস বেলুনের মত অথবা জুয়া খেলে 

হয়ত তুমিও একদিন 

                       উড়িয়ে দেবে অজানা ঠিকানায় 

হিসাবের কড়ি দিয়ে 

           হয়ত তুমিও একদিন 

                     গুনে নেবে ব্যক্তিগত দেনাপাওনা ।


সম্পর্ক ভাঙবে সম্পর্ক গড়বে 

নতুন করে জেনে বুঝে নেবে 

                                        আগামী অজানা 

অবিরাম এ গতিপথে 

                       জমা হবে অনেক দুঃখ কান্না ।