Page Nav

HIDE

Post/Page

May 24, 2025

Weather Location

Breaking News:

. প্রেমসহিত প্রেমরহিত

কলমে.. মিঠু ভট্টাচাৰ্য শিরোনাম.. প্রেমসহিত প্রেমরহিত কৃষ্ণ রাধারাণীর থেকে দুরে চলে গেলেন.. আর দেখা হোলোনা.. কৃষ্ণ র দুই রূপ প্রেমসহিত কানহা ..দ্বারাকাধিশ কুরুক্ষেত্র র কৃষ্ণ প্রেমরহিত.. স্বর্গে হলো দেখা..কৃষ্ণ বিচলিত..রাধা প্রশংসচি…

 


শিরোনাম.. প্রেমসহিত প্রেমরহিত

কৃষ্ণ রাধারাণীর থেকে দুরে চলে গেলেন.. আর দেখা হোলোনা.. কৃষ্ণ র দুই রূপ প্রেমসহিত কানহা ..দ্বারাকাধিশ কুরুক্ষেত্র র কৃষ্ণ প্রেমরহিত.. স্বর্গে হলো দেখা..

কৃষ্ণ বিচলিত..রাধা প্রশংসচিত্ত... রাধা বললেন দ্বারকাধিশ কেমন আছো.. কৃষ্ণ রাধার মুখে এই ডাক শুনে হলেন আহত. বললেন রাই তোমার কথা যখনি ভেবেছি আমার দুচোখ জলে ভোর এ  গিয়েছে... রাধা বললেন.. আমার এরকম কখনো হয়নি.. কারণ আমি ত তোমাকে কখনো ভুলিনি. র চোখের  জল আটকে রেখেছি. যাতে তুমি বহে না যাও.... কৃষ্ণ কিছু অপ্রিয় বাক্য শুনতে চাও ত বলি.... কানহা  থেকে দ্বারকাধিশ  হতেই কি হারিয়েছো তা শুনতে পারো ত বলি... যমুনার মিঠা জল থেকে সমুদ্রের নোনা জল এ পড়েছো....

যখন প্রেমসহিত ছিলে এক আঙুলে গোবর্ধন পর্বত উঠিয়ে ব্রজবাসী কে রক্ষা করেছো... তুমি সুদামা র ঘর গিয়েছো সে আসেনি তোমার প্রাসাদে... কিন্তু প্রেমরহিত হতেই তুমি দশ  আঙুলে বাজানো বাঁসুরি কে ভুলে গেলে র এক আঙুলে ধরা সুদর্শন চক্র তে সংহার করলে....

কৃষ্ণ তুমি নীতি নির্মাতা. গীতা র দাতা.. পরম জ্ঞানী... কুরুক্ষেত্র র যুদ্ধ কি করলে.. তোমার নারায়ণী সেনা কে কৌরব কে দিলে র নিজে অর্জুনের রথের সারথি হলে... র দেখলে কিভাবে অর্জুন তোমার প্রজাদের বিনাশ করে গেলো.. তুমি ত তাঁদের রক্ষক ছিলে... তুমি প্রেম রোহিত ছিলে.. যদি প্রেমসহিত হতে ত ওদের সম্পর্কের মধুরতা আনতে.. 

কৃষ্ণ সারা পৃথিবীতে তুমি তোমার দ্বারকাধিশ মূর্তি কে খুঁজতে থাকবে.. কিন্তু সব মন্দিরে ঘরেই তুমি আমার সহিত মূর্তি দেখতে পাবে.. মর্তলোকে তুমি আমার সঙ্গেই পূজিত হবে.. আর যে গীতাই কোনো পৃষ্ঠায় আমার নাম নেই.. শুধু তোমার নীতিকথা.. তবু সেই গীতা পাঠ এর শেষে রাধে রাধে নাম i উচ্চারণ হবে..কারণ যুগে যুগে রাধিকা প্রেমসহিত...