Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কবি অরিন্দম প্রধানের কবিতা গুচ্ছ

                          কবিতায় অরিন্দম                 
১.অনলভূমি
বেলপাতা ছড়ানো আছেরাস্তা থেকে উঠোন পর্যন্তশিব দাঁড়িয়ে - হাতে ঝোলা, মাথায় সাপ,পরনে লাল গামছাপ্রাচীরের ইট থেকে গড়িয়ে পড়ে জটার জলগৃহস্থ দরজা খুলে দেখে-এক-একটি পাতা সা…

 


                          কবিতায় অরিন্দম                 

১.অনলভূমি


বেলপাতা ছড়ানো আছে

রাস্তা থেকে উঠোন পর্যন্ত

শিব দাঁড়িয়ে - হাতে ঝোলা, মাথায় সাপ,

পরনে লাল গামছা

প্রাচীরের ইট থেকে গড়িয়ে পড়ে জটার জল

গৃহস্থ দরজা খুলে দেখে-

এক-একটি পাতা সাজিয়ে রাখছে হরিণ

শিবের পায়ের কাছে


বেলফুল হাতে শিবের গীত গাইতে বেলা যায়

উঠোন হয়ে ওঠে বাড়িটির যুবতী

ক্ষণিক নদী কাছে এসে

ফিরে যায় আগুনের ঘর...



২. নীল-সাদা নীতি


তুমি সরল অথচ কথাগুলো বকের মতো

গভীর ধ্যান থাকে ওই কথার মধ্যে

সময়ে আলো ঢেলে দাও জ্যান্ত ছবির উপর


এ পাড়ায় অন্ধকার ভেসে যাচ্ছে

তোমার একটি শাড়ি ছাদের দড়ি থেকে

উড়ে এলো গাছের মাথায়

গাছ লজ্জা নিবারণের বস্ত্র পেল

তুমি দাঁড়িয়ে রইলে যেন সাদা দোতলা বাড়ি

গাছের শাখা-প্রশাখায় নীল ডোরাকাটা ফুল




৩. বিজনপথ


এ যাবৎ যতবার মশারি টাঙিয়েছি চৈত্রের হাওয়ায়

বাদাম গাছের পাতা খসেছে এক এক করে। হাঁটা পথে বুকের আগুন পেরিয়ে যখন মেঘের ছায়ায় এলাম বুঝতে পারি এখন বসন্তকাল নয়। ফোঁটা ফোঁটা জল ঝরিয়ে দরজার টিকিট কেটে রেখেছ তুমি। মাঝরাতে কেউ চিনে ফেলতে পারে তাই পলাশ সাজিয়ে রেখে ছুঁতে চেয়েছ অভিমানভরা মাদুর। উড়ে যাক বুনো ছায়া। আমার ঘুমোতে যাওয়ার করুণ দৃশ্যে নেমে আসুক কারণহীন অভিমান।



৪. ছায়া নয় দাগ


জল সবাইকে আপন করে নেয়

হাত বুলিয়ে দেয় পাতায়, কান্ডে, ফুলে-ফসলে

আলতো দাগ রাখে ভূমি চুম্বনের

ধুইয়ে দেয় সমস্ত পাপ যেমন করে

আমরা গঙ্গা স্নান সেরে আসি


জল সার্বিক প্রেমিক


আমি কী আর চুপ করে বসে থাকতে পারি

নিতম্বের আড়ম্বর আস্ফালনে ?