সৃষ্টি সাহিত্য যাপন বিষয় : আধুনিক কবিতাশিরোনামে : সম্পর্ক কলমে :যতীন দাশতারিখ : 15.07.2021************************** # সম্পর্ক #**************************অনেকদিন পরে হাটে গেছিলামবক্সী গঞ্জের পদ্যা পারে নয়!একদম মোদের গ্রা…
সৃষ্টি সাহিত্য যাপন
বিষয় : আধুনিক কবিতা
শিরোনামে : সম্পর্ক
কলমে :যতীন দাশ
তারিখ : 15.07.2021
**************************
# সম্পর্ক #
**************************
অনেকদিন পরে হাটে গেছিলাম
বক্সী গঞ্জের পদ্যা পারে নয়!
একদম মোদের গ্রামের অঞ্চলে!
বোধিষ্ণু আলকায় হাট হয়!
চিৎকার কোলাহল লেগেই থাকে
চিৎকার করে লোক ডাকে তাই
দর দাম নিয়ে মন কষাকষি হয় বটে
কিন্তু হাট বাজার করা চাই!
সপ্তাহে একদিন হাট বসে
ভিড়ে ঠেলাঠেলি হয় বটে
তবু বেশ লাগে মজা
পাই ওখানে খাজা গজা!
একটা জায়গায় ভীষণ ভিড়
একজন বেপারী একটা ঝাঁকা
নিয়ে চিৎকার করে লোক ডাকছে
সম্পর্ক চাই, সম্পর্ক চাই,বলে চিল চিৎকার করছে!
কানে এসেছে কথাগুলো!
কিনলে এগিয়ে আসুন,
কিনলে এগিয়ে আসুন এখানে!
ভীষণ কৌতূহল মনে দেখার ইচ্ছে
জাগলো!
অনেক ভিড় ঠেলে বেপারী কাছে গেলাম!
শুধুলম তারে, কি আছে ভাই তোমার কাছে!
বললো সম্পর্ক বিক্রি করছি,
আপনার কি চাই বলুন!
তা কি কি আছে তোমার কাছে?
কেন ভালো ভালো সম্পর্ক আছে
যেমন বাবা মার সম্পর্ক,প্রেমের
সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক
ভাই বনের সম্পর্ক, দাদা বৌদির
সম্পর্ক, ছেলে বাবার সম্পর্ক,
আপনার কি চাই বলুন?
কৌতূহল মনে চাইলাম বন্ধত্ব
আছে তোমার ঝাঁকাতে?
বেপারী দাদা বলে উঠল
ওটা অনুশীলনের বাহিরে,
এখন,কোথায় কোনোদিন পাবেন না,
এই অধ্যায়টা অনেকদিন ধরে খুঁজে
চলেছি, পাচ্ছিনা দাদা!
দাদা অবাক হয়ে. গেল আজকাল
হাটে বাজারে সম্পর্ক বিক্রি হচ্ছে!
আর মনে মনে ভাবছে,
গ্রামের যদি এই অবস্থা হয়,
এলিট শহরে তো সব রেস্তোরায়,
কফি ক্যাফেতে, কফি হাউসে
সম্পর্কের কেনা বেচা চলে
দিনে দুপুরে রাতের অন্ধকারে!
কিন্তু,
বন্ধুত্বের অভাব ভীষণ,
এই পৃথিবীতে সব পাবে,
শুধু প্রকৃত সার্থহীন বন্ধত্ব
মেলা সপ্নাতীত!
তাই কৰি বলে গেছেন
ফুটপাত বদল হয় মধ্যরাতে
আর কত সম্পর্ক নিয়ে ছিনিমিনি
চলে প্রতিদিন রাতে!
আর কত সম্পর্ক কিনে ভোগ সাগরের ভাসিয়ে,
ছুঁড়ে ফেলে দেয় সাগরে!