Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

পাপের কফিন==========
অবক্ষয় গড়ে সময়!রোদ্দুরের হাতছানি উপেক্ষা করেমানুষ আঁধার আপন করে নেয়!মরণের চৌম্বক আকর্ষণটেনে নিয়ে যায়কাগজের মোড়কে উপলব্ধ নেশার মতো!জল মাপে জল ছাড়েকিউসেক স্কেলে নদীগর্ভ প্লাবন আনে!দেনা পাওনার নিরীখেখরা ব…

 


পাপের কফিন

==========


অবক্ষয় গড়ে সময়!

রোদ্দুরের হাতছানি উপেক্ষা করে

মানুষ আঁধার আপন করে নেয়!

মরণের চৌম্বক আকর্ষণ

টেনে নিয়ে যায়

কাগজের মোড়কে উপলব্ধ নেশার মতো!

জল মাপে জল ছাড়ে

কিউসেক স্কেলে নদীগর্ভ প্লাবন আনে!

দেনা পাওনার নিরীখে

খরা বন্যা আসে যায় হিসেবের খাতায়।

তবু একমুঠো পান্তার স্বপ্নে,

অষ্টাদশীর নিজের স্বপ্ন হারায়।

হারায় কাশফুল...

হারায় রেলের বাঁশি...

হারায় নীলাকাশ...

বন্দী হয় মন অবহেলার কারাগারে,

তারপর একদিন

পরবর্তীর জন্ম দিতে গিয়ে ,

ঠাঁই নেয় মর্গের খাতায়!

সেদিন কাঠফাটা রোদ্দুর 

আঁধারে ছেয়ে ফেলে শকুনের ডানা,

সমাজের মাথা নামক বৈঠকী চণ্ডীমণ্ডপ,

হিসেব চায়

কে জন্ম নিলো,

ছেলে না মেয়ে?

সময় উত্তর দেয় ,

"তোমাদেরই মনস্কামনা পূর্ণ করতে,

জন্ম নিয়েছে আরো একটি অপাপবিদ্ধ কন্যা সন্তান,

যাকে 

কিছুদিনের মধ্যেই 

অবক্ষয় এসে

পাপের কফিনে বন্দী করে ফেলবে!

আনন্দ করো...

উল্লাসের ঠোকাঠুকিতে ভেঙে ফেলো নাহয় কটা কাঁচের গ্লাস!

 শিশুর বয়স বাড়ে , পশুর তো বাড়ে না ..."


দেবযানী

21/7/21