Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

শিরোনাম_প্রেম_ফিরেছে_জোয়ারে। কলমে_গৌরী ঘোষতারিখ_২২_৭_২০২১*************************আজ আবার মেঘ হেসেছে আমার দ্বারে, ছুঁয়ে বলে চলো যাই সবুজে মিশে ওই পাহাড়ে।
পুরোনো স্মৃতির বাহুডোরে ভেসে যাই আরও একবার, ভুলিয়ে নিই যত আছে তোমার আমার …

 


শিরোনাম_প্রেম_ফিরেছে_জোয়ারে। 

কলমে_গৌরী ঘোষ

তারিখ_২২_৭_২০২১

*************************

আজ আবার মেঘ হেসেছে আমার দ্বারে, 

ছুঁয়ে বলে চলো যাই সবুজে মিশে ওই পাহাড়ে।


পুরোনো স্মৃতির বাহুডোরে ভেসে যাই আরও একবার, 

ভুলিয়ে নিই যত আছে তোমার আমার অভিমানী আয়াস প্রত্যাহার। 


মুছে ফেলো কাজল কণার ওই অকাট্য, অতন্দ্র,দৃঢ়মুষ্টি বারিধারা,

বিমুক্ত করো মন খারাপের কঠোর প্রথা বন্দী শিকল, নিগড় পাহারা। 


ছুঁয়ে দেখো আজ আবার সেই নীল সাগরের অমেয় গভীরতা, 

শুকনো হ্রদ যাক ছুঁয়ে ওই সিন্ধু নদের মুক্তমনা অসীমতা।


চাঁদনী রাতের তারায় তারায় চলো খুঁজি তোমার আমার অনুরাগী শাশ্বত সেই নাম, 

এই বুকেতে হোক আবার বৃন্দাবনের যুগল সিদ্ধ নিটোল ব্রতর ধাম।


বাসর রাতের তাজমহলে ইমন তুমি রিদম আমার বুকে,

ঋদ্ধ মৃদুল গল্প গাঁথায় গাঁথবো জীবন সৌম্য প্রমিত সুখে।