ক্ষমা করো পিতাএম আর টি আরজুতারিখঃ,২৪/০৭/২০২১ খ্রি.
বাবার অন্তিম ইচ্ছে আর কিছু না হোক সন্তান যেন মানুষের মত মানুষ হয়নিরেট হাবাগোবা প্রজন্মের প্রতি অনুকম্পা এমন প্রত্যাশা ভীষনভাবে বিচলিত করেজীবন বোধকে বদলে দেয় অন্যধারায়।
বাবার মৃত্…
ক্ষমা করো পিতা
এম আর টি আরজু
তারিখঃ,২৪/০৭/২০২১ খ্রি.
বাবার অন্তিম ইচ্ছে আর কিছু না হোক
সন্তান যেন মানুষের মত মানুষ হয়
নিরেট হাবাগোবা প্রজন্মের প্রতি অনুকম্পা
এমন প্রত্যাশা ভীষনভাবে বিচলিত করে
জীবন বোধকে বদলে দেয় অন্যধারায়।
বাবার মৃত্যুর পর প্রায়ই মা বলতেন-
তোর বাবার কথাটা মনে রাখিস
ভাল লেখাপড়া করবে,সার্টিফিকেট হবে
কর্মসংস্থান হবে, জীবন বদলে যাবে
তোর বাবাও কবরে শান্তি পাবে
মায়ের আহ্বানে কি প্রশান্তির উল্লাস
হিমঘরে উত্তাপ ছড়ায় সমস্ত শরীর
ব্যর্থতার হাসি মুখে নিরন্তর পথ চলা।
মা'র কথা আমাকে ভীষণ তাড়িত করে
অথচ মাকে কিছুতেই বোঝাতে পারিনা
মেধাহীন মাথায় কিছুই খেলে না,বোঝে না
জান মা! অনেক চেষ্টা করেও মুখস্থ হয়নি
দি কাউ প্যারাগ্রাফ,লজ্জায় চোখে জল আসে
ইংরেজি উচ্চারণ ব্যাঙ্গ করে প্রতিক্ষণ
যাদব বাবুর দুর্ভেদ্য পার্টি গণিত খিস্তি করে
ঐকিক আর সরল সুদের অংকের বলিরেখা
জীবনের স্বার্থকতা ফিকে যায় ক্রমশঃ
নিজের উপর ভীষণ ঘেন্না হয়।
আজ বারবার মনে পড়ছে বাবার কথা
তবে কী শেষ ইচ্ছেটা হবে না পূরণ?
অনাকাঙ্ক্ষিত ভাবনা চেপে বসে অহেতুক
আমার বন্ধুরা অনেকেই সমাজে প্রতিষ্ঠিত
কেউ ডাক্তার,কেউ ইঞ্জিনিয়ার,কেউ দেশ দরদী
আমি নির্বোধ নিরন্ন মানুষের পাশে পড়ে আছি
ক্ষমা করো পিতা, তোমার কথা রাখতে পারিনি।
আমার বন্ধুরা এখন অনেক উঁচু দরের মানুষ
আকাশ কুসুম ভাবনায় এলোমেলো সব
কর্মের ফলাফল জেঁকে বসে অন্ধকারে
লেখাপড়া করিনি তাই কর্ম জোটে নি
কাজ নেই- উপরি উপার্জনও নেই
চাটুকার নই-নেতা হবার যোগ্যতাও নেই
অসৎ কাজ করিনি, তাই কপালও খোলেনি।
তোমার অন্তিম বাসনা বদলে দিয়েছে সব
তোমার প্রদেয় সম্পদ আর কষ্টার্জিত আয়
অমানুষ করেনি,অপরের প্রতি প্রেষিত করেনি
জোতচোর,ঘুষখোর,সুদখোর,লোফার করেনি
মদখোর মানুষের গন্ধ স্পর্শ করেনি
অসৎ বলয়ে তোমার অন্তিম ইচ্ছে হতে পারে
মনের রসনা বিলাসে নান্দনিক মর্যাদা
কেননা তোমাকে ধারণ করেছি মগজে মননে
পরম শ্রদ্ধায় আর অপরিসীম ভালবাসায়
বিশ্বাসে অনুভবে তোমার অন্তিম ইচ্ছে।
স্থানঃবগুড়া
তারিখঃ১৯/০৭/২০২১খ্রি.