Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

* আটপৌরে মেয়েটা *        ---------------------------------শৈলেন্দ্র নাথ চক্রবর্তী। কোন্নগর, হুগলি। ---------------------------------------------------- তার মধ্যে নেই- টা বড়ো বেশি। সাংসারিক, বৈষয়িক কোনো বুদ্ধি  নেই। নেই কাউকে প্য…

 


* আটপৌরে মেয়েটা *

        ---------------------------------

শৈলেন্দ্র নাথ চক্রবর্তী। কোন্নগর, হুগলি। 

----------------------------------------------------

   

 তার মধ্যে নেই- টা বড়ো বেশি। 

সাংসারিক, বৈষয়িক কোনো বুদ্ধি  নেই। 

নেই কাউকে প্যাঁচে ফেলার পরিপক্বতা ,

অসম্মাননার অকারণ বর্ষণ থেকে 

নিজেকে বাঁচানোর বুদ্ধিটুকুও নেই। 

তাহলে আছেটা কি ? 

আছে আছে বাড়িতে কেউ এলে

তার যত্ন-আত্তি আছে। কবিতা শুনতে চাও? 

তবে তার কাছে যাও।    

সহজে হাসে বটে সহজে কাঁদে না ।

গুছিয়ে কাপড় পরা,  নিজের হাতে বেণী বাঁধা 

না কোনোটাই পারে না।     

তাহলে পারেটা কি?অন্যায়ের বিরুদ্ধে আচমকা দাঁড়িয়ে পড়তে পারে । ক্ষুধার্তর মুখে

নিজের খাবারের পুরোটা তুলে দিতে পারে। 

অসুস্থ শরীর নিয়ে হাড়ভাঙা খাটুনি ?

প্রয়োজনে জনসেবায় সেটাও পারে। 

অতি অপ্রিয় কত মিথ্যা আর অন্যায় 

দেখেও না দেখার ভান! 

কস্মিনকালেও না। মুখর বা মৌন ,

প্রতিবাদে ভাস্বর না হয়ে সে পারে না। 

নেতিবাচক ছবি সেটা বাস্তবের না কাগজের -

যায় আসে না, সে ফিরেও তাকায় না।