Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

গোলাপি স্বপ্নের দিন,
কলমে #শ্বেতা_ব্যানার্জী 
ভেবেছিলাম আমিই বুঝি প্রকৃত সত্য,আর সব অর্থহীন --লেভেল ক্রসিং এ দাঁড়িয়ে রাস্তা পারাপারের সংকেত খুঁজি-একচক্ষু কাক আমায় দেখে হেসে উঠে আমি বলি স্বর্গের পথটা পারো খুঁজে দিতে!?সেই কবে থেকে হে…

 


গোলাপি স্বপ্নের দিন,


কলমে #শ্বেতা_ব্যানার্জী 


ভেবেছিলাম আমিই বুঝি প্রকৃত সত্য,

আর সব অর্থহীন --

লেভেল ক্রসিং এ দাঁড়িয়ে রাস্তা পারাপারের সংকেত খুঁজি-

একচক্ষু কাক আমায় দেখে হেসে উঠে 

আমি বলি স্বর্গের পথটা পারো খুঁজে দিতে!?

সেই কবে থেকে হেঁটে চলেছি...

ছেঁড়া কাঁথা থেকে তোয়ালে হয়ে 

আশ্চর্য জাদুকরী জামাকাপড়ে।


শরীরের ভিতর সঞ্চারিত দুঃখ, পাপ,

বুকের ভিতর লুকানো কালোবাজারি ক্ষত।

তবুও সন্ধ্যায় জ্বলে শত জোনাকি 

আর কিছু সুগন্ধি। 

পাপের গন্ধে, সুগন্ধি মিশিয়ে সৎ মানুষের গন্ধ শুঁকি।


তারপর সেই স্বর্গের সিঁড়ি খুঁজে 

'খুঁজি ঈশ্বর'

'কোথায় তিনি ' তিনি কি  

একটি গোলাপ হাতে আমারই অপেক্ষায় --


 গোলাপি স্বপ্নের ঘরে  প্রদীপ জ্বেলে রাখে

'আশা'

আমার ঘুমের ঘরে স্বপ্নেরা খোঁজ করে  P 650