Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

#দৈনিক_কবিতা_প্রতিযোগিতা #বিষয়_উন্মুক্ত#শিরোনাম_বাইশটা_তালপাতার_সেপাই#লিখনে_বিশ্বজিৎ_পোদ্দার#২০ই_জুলাই_২০২১ 
বাইশটা তালপাতার সেপাই-------------সহসা কলিংবেলের শব্দ,ব্যাঙ্ক কর্মী নীল অপেক্ষায়,রুনু সোনু এগিয়ে যায়,'আমি ডেকেছি ওনাক…

 


#দৈনিক_কবিতা_প্রতিযোগিতা 

#বিষয়_উন্মুক্ত

#শিরোনাম_বাইশটা_তালপাতার_সেপাই

#লিখনে_বিশ্বজিৎ_পোদ্দার

#২০ই_জুলাই_২০২১ 


বাইশটা তালপাতার সেপাই

-------------

সহসা কলিংবেলের শব্দ,ব্যাঙ্ক কর্মী নীল অপেক্ষায়,

রুনু সোনু এগিয়ে যায়,'আমি ডেকেছি ওনাকে।আসুন।'

স্লিভলেস নাইটিতে মোহময়ী সোনু;রুনু হেসে উঠে যায়,

'আপনারা কথা বলুন,আমি চা করে আনি।'


আমি চাই স্বাবলম্বী হতে,তাই লোন দরকার।

পিস্তল আত্মরক্ষায় খুব প্রয়োজন,মানুষ কাজে আসে না।

ওই দেখুন একুশটা তালপাতার সেপাই,অপদার্থ;

সেই বৃষ্টিভেজা বিভীষিকাময় রাত,অমানুষিক অত্যাচার,

দূরে স্থির দাঁড়িয়ে বাসের খোঁজে স্ট্যান্ডে বাইশ জন।

ছুটে গেছি প্রতি লোকের কাছে করুণ আর্তি নিয়ে,

কান্না ভেজা অসহায় চোখে দেখেছি সব শিখন্ডী গুটিয়ে,

টেনে, হিচড়ে শরীরটা ঢোকে লাল মারুতির ভিতরে,

সেই নপুংসক সেপাই গুলো ঘরের পথে,আমি ধর্ষিত।

এক নিঃশ্বাসে গর্জে ওঠে সোনু,কম্পিত একুশটা সেপাই।

'প্লিজ!ক্ষমা করুন,সাহস ছিল না লড়ার'-ডুকরে ওঠে নীল।

'নিজের বোন হলে কি পারতেন?',রক্তচক্ষুতে নিপীড়িতা,

প্রশ্নের মুখে নীল, উত্তর অজানা বাকি সব সাক্ষীদের ও।

তাঁরাও চায়ের অপেক্ষায় বসেছিল ওই সোফায়।


'কি রে!উনি চলে গেলো?',চা হাতে অবাক দৃষ্টিতে রুনু,

ভীত চোখে দেওয়ালে ঝোলে বাইশটা তালপাতার সেপাই।


             ---------------×------------