Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

কবিতা- নীলাঞ্জনাকলমে - রাণু গুহ।২২/৭/২০২১
একটা বিকেল তার সাথে এক চিলতে রোদ কিংবা ধরো, হারিয়ে যাওয়া দূরগামী কোন রেলগাড়ি, সন্ধ্যা নামছে লাল মাটিতে, গ্রামের নামটা বেলপাহাড়ি,সুতানটি পার হয়ে যায় হলুদ পাখি,বাগবাজারের ট্রাম লাইনে ব…

 


কবিতা- নীলাঞ্জনা

কলমে - রাণু গুহ।

২২/৭/২০২১


একটা বিকেল তার সাথে এক চিলতে রোদ 

কিংবা ধরো, 

হারিয়ে যাওয়া দূরগামী কোন রেলগাড়ি, 

সন্ধ্যা নামছে লাল মাটিতে, গ্রামের নামটা বেলপাহাড়ি,

সুতানটি পার হয়ে যায় হলুদ পাখি,

বাগবাজারের ট্রাম লাইনে বৃষ্টি ধুলো মাখামাখি      কলেজ গুলোর বন্ধ ঘরে অন্য নিয়ম, 

নিম্নচাপে অন্ধকার কাগজ-কলম ,

এসব দৃশ্য মনের মধ্যে দিচ্ছে উঁকি, 

নীলাঞ্জনার প্রেমিক গাইছে জীবনমুখী,

মোমবাতি আর জ্বলবে কত স্লোগান তুলে,

তিমির রাতে সিলিং পাখায়, একাকীত্ব রইল ঝুলে,

শোকোস্তব্ধ দুজন যখন মুখোমুখি,

স্বজন বিয়োগ একতারাটা ও দুখের দুখি,

চিলেকোঠায় নীলাঞ্জন বড্ড একা ,

বারণ ছিল অস্তমিত সূর্য দেখা, 

নোনা বালি জমে ওঠে ছিন্নমূলে,

গাঙের পাখি গাঙ ছেড়ে আজ উপকূলে,

বান ডেকেছে জীবন চলে স্রোতের টানে, 

নীলাঞ্জনা চেয়ে থাকে নীল জ্যোৎস্নার মুখপানে।