Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

*** যে নামেই সে ***সুধাংশু বিকাশ সাহা    22/7/2021
মনের মুকুট মাথায় পরে-- নীলাঞ্জনা চলছে আমায় আড়াল দিয়ে, -- ভালো যদি নাই বা বাসে--আসে কেন মেঘ বালিকার পোষাক পড়ে! ক্ষণিকের ঐ শ্রাবণী জল ভিজিয়ে দিয়ে যায়-- আমায় ভিজিয়ে দিয়ে যায় -- উতল …

 


*** যে নামেই সে ***

সুধাংশু বিকাশ সাহা 

   22/7/2021


মনের মুকুট মাথায় পরে--

 নীলাঞ্জনা চলছে আমায় আড়াল দিয়ে, --

 ভালো যদি নাই বা বাসে--আসে কেন মেঘ বালিকার পোষাক পড়ে! 

 

ক্ষণিকের ঐ শ্রাবণী জল ভিজিয়ে দিয়ে যায়-- আমায় ভিজিয়ে দিয়ে যায় -- উতল হাওয়ায়!


পাগল মনে বাজিয়ে নুপুর-- রিমঝিম 

জাগিয়ে শিহরণ!


বিদ্ধ আমি ভ্রু ভঙ্গির ছিলার টানে 

রামধনু তীর মনাকাশে -- সুখের মরণ স্বপ্ন আঁকে!


ভেসে থাকি ঐ কাজল কালো 

জোড়া দিঘির নয়ন জলে--জনম জনম হিমশীতল ঘরের মতন!


আজো তাই--

 হাজার হাজার বছরের স্বপ্ন নিয়ে

  বিদর্ভ নগর থেকে --দারুচিনি দ্বীপ হয়ে 

 হেঁটে চলেছি তো চলেছি---

  দুর্লভ সে এমনি--

   এক অদ্বিতীয়া নারীর ভালোবাসার টানে!


 চোখ যাঁর পাখির নীড়ের মতো--

বনলতা সেন হয়তো নয়---

 হতে পারে নাম তাঁর এ যুগে নীহার নীহারিকা নীলা--নীলাঞ্জনা 

 অথবা অন্য কিছু!


  সুধাংশু বিকাশ সাহা 

  (স্বত্ব সংরক্ষিত)