#কবিতা#সেই তো প্রথম কুরবানী#দেবাশিস বসু#২১/০৭/২০২১
যখন সন্তানের তৃষ্ণাবারির সন্ধানেহাজেরা সাতবার ঘুরে ফেরেসাফা থেকে মারওয়া-সে কি জানতোআঙুলের সামান্য চাপেইউঠবে জল মাটি ফুঁড়ে-জমজমের প্রস্রবণে 'আমার জামাটা হাজেরাকে ফিরিয়ে দিওশক্ত…
#কবিতা
#সেই তো প্রথম কুরবানী
#দেবাশিস বসু
#২১/০৭/২০২১
যখন সন্তানের তৃষ্ণাবারির সন্ধানে
হাজেরা সাতবার ঘুরে ফেরে
সাফা থেকে মারওয়া-সে কি জানতো
আঙুলের সামান্য চাপেই
উঠবে জল মাটি ফুঁড়ে-জমজমের প্রস্রবণে
'আমার জামাটা হাজেরাকে ফিরিয়ে দিও
শক্ত করো হাতেরবাঁধন-
শাণিত করো তোমার ছুরিকা
আমার মুখটা থাকুক মাটির দিকে-
এতোটুকু দোদুল্যমান না হয় তোমার মন'
ইব্রাহিম কি তখন জানতো
ছুরিকার ভোঁতা দিক
স্পর্শ করবে ইসমাইলের কণ্ঠদেশ
কোন মায়াজালে তার স্থান নেবে দুম্বা
সে তো প্রিয়তমকেই উৎসর্গ করেছিলো
ঈশ্বরের কাছে-সেই তো প্রথম কুরবানী
তুমি যে আক্রোশ পুষে রেখেছো
অবিশ্বাসের দোলায় দুলেছো বছরভোর
ইব্রাহিম জেনেছিল কার অঙ্গুলিহেলনে
সূর্য চন্দ্র তারা অস্তাচলে
বিসমিল্লাহ্ তোমার পুরোনো সত্তা
তোমার আক্রোশ দূর হোক-অবসান হোক
বিশ্বাস অবিশ্বাসের দোলাচল
নিরসন হোক যত অন্যায় অবিচার
তাকওয়া প্রাপ্তির এই তো সুবর্ণ সুযোগ
আত্মশুদ্ধি ঘটুক প্রিয়তমের উৎসর্গে
মুছে যাক সব কুয়াশা
সামনের সিঁড়িপথ হোক পরিষ্কার
তাজবীদের সুরে সুরে মূর্ছনা উঠুক আবার
তোমার নিঃসঙ্গ স্ফুলিঙ্গ একাকার হোক
বিশ্বজোড়া আগুনের শিখায়