দৈনিক কবিতা প্রতিযোগিতাশিরোনাম--স্বর্গলাভকলমচি--সুস্মিতা দত্ত মুখার্জী২১/০৭/২০২১✍🏻️✍🏻️✍🏻️✍🏻️✍🏻️✍🏻️✍🏻️✍🏻️✍🏻️✍🏻️✍🏻️✍🏻️✍🏻️✍🏻️✍🏻️✍🏻️
ঠিক ওইখানেই আমি নিরাপদ, যেখানে নিঃশ্বাসের শুদ্ধ বাতাসে সুপ্তি ভাঙেআদর মাখা নরম ভালোবা…
দৈনিক কবিতা প্রতিযোগিতা
শিরোনাম--স্বর্গলাভ
কলমচি--সুস্মিতা দত্ত মুখার্জী
২১/০৭/২০২১
✍🏻️✍🏻️✍🏻️✍🏻️✍🏻️✍🏻️✍🏻️✍🏻️✍🏻️✍🏻️✍🏻️✍🏻️✍🏻️✍🏻️✍🏻️✍🏻️
ঠিক ওইখানেই আমি নিরাপদ,
যেখানে নিঃশ্বাসের শুদ্ধ বাতাসে সুপ্তি ভাঙে
আদর মাখা নরম ভালোবাসায়
আমি শুধুই এক মায়াবী স্বপ্ন জড়ানো মাদকতা ...
একটা গভীর আত্মগোপন...
একান্ত আপন l
যদি প্রেম চাও
মুক্ত করো অবচেতন মনের কলুষতা,
স্বর্গ বলে কিছু নেই
সংকীর্ণ মনের দৈন্যতা হতে মুক্তি লাভেই আত্মার স্বর্গলাভ l
প্রেমের সাগরে নিমজ্জিত করো ধর্মান্ধতা
নিঃস্বার্থ প্রেমে কোনো গোপনীয়তা নেই
আছে ত্যাগের আনন্দ...
যদি সানন্দে গ্রহণ করতে পারো এ সত্য
তবে ভালোবাসো,
ভালোবাসো নিজেকে
ভালোবাসো প্রতিটি হৃদয়কে হৃদয় দিয়ে
যেখানে স্রষ্টা স্বয়ং ভালোবাসা বিলোচ্ছেন অবিরত অকাতরে...
পবিত্র ভালোবাসার ধারাস্রোতে পূর্ণতার অবগাহন l