বৃষ্টিবিলাস....
বৃষ্টিতে আয় ভিজবি বলেবন্ধু পাড়ার মেঘ যখন,বার্তা দিলো দূরের আকাশ অগোছালো মন ভীষণ ।
মন সায়রে করছে খেলানানা রঙের মেঘের ভেলা, জল - রঙে আজ আঁকবো ছবি অভিসারের স্বপ্ন - দোলা ।
ভরিয়ে দিয়ে ফুলের সুবাসদল মেলেছে পদ্ম - কলি…
বৃষ্টিবিলাস....
বৃষ্টিতে আয় ভিজবি বলে
বন্ধু পাড়ার মেঘ যখন,
বার্তা দিলো দূরের আকাশ
অগোছালো মন ভীষণ ।
মন সায়রে করছে খেলা
নানা রঙের মেঘের ভেলা,
জল - রঙে আজ আঁকবো ছবি
অভিসারের স্বপ্ন - দোলা ।
ভরিয়ে দিয়ে ফুলের সুবাস
দল মেলেছে পদ্ম - কলি,
শ্রাবণ উতল সমীরণে
জুটছে এসে যতো অলি ।
হারিয়ে ফেলে ঘরের চাবি
লজ্জা রাঙা মন অভিলাষ,
শ্রাবণ ধারায় স্নাত হয়ে
তোর সাথে আজ বৃষ্টি - বিলাস ।।
স্বপ্না মুখার্জী ✍️