পাষাণের ক্ষত // দে বা শী ষ
সন্দেহ প্রবণ এলাকা -বিপদের টুকিটাকি ঘিরে খোলামেলা যে বাস্তবের সাম্রাজ্য ঘিরে ধরে,আমি তাকে আকাশের টোপর পড়তে দিয়েছি বহুকাল ,মেঘের ঘোমটা আর বৃষ্টির সিঁদুর,এই রমনী ঘর গোছাতে জানে না ;সময়ের দুর্লভ কিছু আঙুল,গ…
পাষাণের ক্ষত // দে বা শী ষ
সন্দেহ প্রবণ এলাকা -
বিপদের টুকিটাকি ঘিরে খোলামেলা যে বাস্তবের সাম্রাজ্য ঘিরে ধরে,
আমি তাকে আকাশের টোপর পড়তে দিয়েছি বহুকাল ,
মেঘের ঘোমটা আর বৃষ্টির সিঁদুর,
এই রমনী ঘর গোছাতে জানে না ;
সময়ের দুর্লভ কিছু আঙুল,
গলি ঘুপচি ছেড়ে বহাল তবিয়তে চুলকানির মলম বিক্রি করে,
পাহাড়ে পাহাড়ে ঢল -
নদীতে নির্জনে ইতিহাস পোঁতা হবে ;
ভবিতব্যের মহীরূহ আর জঞ্জাল -
এখানে স্কুলের কথা ভাবতেই ভয় হয়,
শৈশবের কলিজা খুলে অঞ্জলি দিয়ে তোমাকে -
ভবিষ্যৎ এবার মুখ তোলো।