#শিরোনাম_মেঘভার_জনপদে#কলমে_মৃণাল_কান্তি_পণ্ডিত#তারিখ_২০_০৭_২০২১_ইং ------------------নিষেধের বেড়া পেরিয়ে শ্রাবণের মেঘ ভীষণ ব্যস্ত,সহজিয়া ভাবনায় অলস সময় যে একেবারেই নেই!!অর্বাচীন মন নিমেষেই ভিজিয়ে দেয় অঝোর ঝরে,লাল গোলাপ…
#শিরোনাম_মেঘভার_জনপদে
#কলমে_মৃণাল_কান্তি_পণ্ডিত
#তারিখ_২০_০৭_২০২১_ইং
------------------
নিষেধের বেড়া পেরিয়ে শ্রাবণের মেঘ ভীষণ ব্যস্ত,
সহজিয়া ভাবনায় অলস সময় যে একেবারেই নেই!!
অর্বাচীন মন নিমেষেই ভিজিয়ে দেয় অঝোর ঝরে,
লাল গোলাপটা প্রিয়ার খোঁপায় বারেক গুঁজে গুঁজে।
নষ্টামি মনের স্পর্শ সুখে শাড়িটা ভিজিয়ে ভিজিয়ে,
প্রিয়ার শরীর-লাজ দেখাই যেন ওর বিপ্রজ্ঞান মান।
বর্ণাঢ্য বাসনায় ভাবে সবাই যেন ওর বাহারী শ্রাবন্তী!
আচ্ছা মেঘ বলতো তুমি কোন অর্হমায়ের সন্তান?
কার্ণিশ জমা মেঘে এ তোমার কোন মহুল খেলা?
কীর্তিবাহক ছন্দে নিঃসংকোচে মত্ত তো হয় সবাই--
জানি এ খেলায় জীবন খুঁজে গোপন ঠিকানা--
বৃষ্টিস্নাত হয়ে নিষিদ্ধপথে খোঁজে আলোক-বর্তিকা।
মেঘভাড় জনপদে ছড়িয়ে পড়ে আবাল-বৃদ্ধ-বনিতা,
মহড়া দিতে রসভরে আমেজ করে প্রেমিক-প্রেমিকা।
আবেশিত মেঘ তাই গরজিয়া ডাকে আয় আয় আয়,
পরশমেখে নৈসর্গিক সুখের পথটা বাতলে দিয়ে যায়।