Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

কবিতা--বিদ্যাসাগরঅজয় চক্রবর্তী২৯  ০৭  ২০২১
আঁধারে ঘেরা সমাজটাকে দেখালে জ্ঞানের আলো,মেধার খ্যাতি ছড়িয়ে ভুবনে লক্ষ প্রদীপ জ্বালো।মাতঙ্গিনী বীরের শ্রদ্ধা পেয়েছিলেন যে গ্রামে,জন্ম নিলে সেই গ্রামেতে ইশ্বরচন্দ্র নামে।
দরিদ্রতা ছিল, ছ…

 


কবিতা--বিদ্যাসাগর

অজয় চক্রবর্তী

২৯  ০৭  ২০২১


আঁধারে ঘেরা সমাজটাকে দেখালে জ্ঞানের আলো,

মেধার খ্যাতি ছড়িয়ে ভুবনে লক্ষ প্রদীপ জ্বালো।

মাতঙ্গিনী বীরের শ্রদ্ধা পেয়েছিলেন যে গ্রামে,

জন্ম নিলে সেই গ্রামেতে ইশ্বরচন্দ্র নামে।


দরিদ্রতা ছিল, ছিল জ্ঞানের পিপাসা,

পারেনি কেউ রুখতে তোমাকে মিটলো জ্ঞানের আশা।

তেজস্বিতায় পরিপূর্ণ ছোট্ট জীবন থেকে,

মেধার খ্যাতি দেশ-বিদেশের জানলো সকল লোকে।


মায়ের প্রতি ভক্তি মানুষ দেখল দুচোখ দিয়ে,

সাঁতরে এলেন দামোদর মায়ের আদেশ নিয়ে।

কায়ক্লেশে বিদ্যাভাসে সফল হলেন তিনি,

বিদ্যাসাগর উপাধিতে মান্য হলেন যিনি।


নারী শিক্ষা প্রচলনে তোমার অবদান,

ভুলবে না তো জগৎবাসী তোমাকে মহান।

বিধবাদের হৃদয় ব্যথা জাগলো তোমার প্রাণে,

বিয়ে দিলে বিধবাকে নিজের ছেলের সনে।


বিদ্যাসাগর নয়তো শুধুই দয়ার সাগর বটে,

দয়ার খ্যাতি অচিরেই ভুবন জুড়ে রটে।

ধর্ম, বর্ণ ,জাতির বিভেদ কাটিয়েছিলে সব,

সমাজটাকে শুনিয়েছিলে নতুন কলরব।


তোমার নামেই ধন্য হলো আমার স্বদেশ ভূমি,

মহান তুমি বিদ্যাসাগর তোমাকে প্রণমী।