Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

কবিতা/২৯-০৭-২০২১৷®শিরোনাম ঃ আমি নাহয়সৃজনে ঃ গোপেশ  রায়। ॰॰॰
আমি নাহয় বলেইছিলাম     সেই কথাটাতোরও দেখি ভীষণ বাড়াবাড়িসবকিছুতেই কানটা দেখি খাড়া !
বছিলাম হয়তো ভূলে      দুঃখ ভোলার ছলেতুইতো দেখি লাজুক চোখেস্বপ্ন দেখাস লজ্জা শরম তুলে !
বল…

 


কবিতা/২৯-০৭-২০২১৷®

শিরোনাম ঃ আমি নাহয়

সৃজনে ঃ গোপেশ  রায়। 

॰॰॰


আমি নাহয় বলেইছিলাম     সেই কথাটা

তোরও দেখি ভীষণ বাড়াবাড়ি

সবকিছুতেই কানটা দেখি খাড়া !


বছিলাম হয়তো ভূলে      দুঃখ ভোলার ছলে

তুইতো দেখি লাজুক চোখে

স্বপ্ন দেখাস লজ্জা শরম তুলে !


বলার জন্যে নয়তো বলা    ছিল অনেক কথা

তোর  কপালে সুখ নেইতো

আমি ভেবে করব কী     সামনে পিছের লতা !

॰॰॰

©গোপেশ রায় ৷ মেদিনীপুর ৷ প.ব৷ ভারতবর্ষ ৷ তারিখ ঃ ২৯-০৭-২০২১®|