সৃষ্টি সাহিত্য যাপনকবিতা : সামাল হো ভাই সামাল হোকলমে : শক্তিপদ ঘোষতারিখ : ২১ , ০৭ , ২০২১
সামাল হো ভাই সামাল হো--বাঁচবো তেমন নাই কো জো ,কাঁপন বুকে অন্তহীন--আসছে দিন খুব কঠিন ।বাতাস মুখে অগ্নিবাণ--মাঠকে মাঠ চুপ শ্মশান…
সৃষ্টি সাহিত্য যাপন
কবিতা : সামাল হো ভাই সামাল হো
কলমে : শক্তিপদ ঘোষ
তারিখ : ২১ , ০৭ , ২০২১
সামাল হো ভাই সামাল হো--বাঁচবো তেমন নাই কো জো ,
কাঁপন বুকে অন্তহীন--আসছে দিন খুব কঠিন ।
বাতাস মুখে অগ্নিবাণ--মাঠকে মাঠ চুপ শ্মশান ,
রানিসাহেবার দেখা নাই--গাছের পাতা পুড়েই ছাই ;
সবার ঘরে কর্মহীন--ভুখায় যায় দিনকে দিন ।
ধানের গোলা হয়নি তোলা--উঠোনখানা রৌদ্র হানা ,
ভাতের হাঁড়ি ফ্যানেই ভারী--নাই কো মোল শূন্য গোল ;
পুকুর নালা শুকিয়ে মাঠ--ভীষণ ফাঁকা দোকানপাট ।
ভিক্ষা চেয়ে ফালতু গেয়ে--ফিরছে ভিখু ঘামেই নেয়ে ,
রাজাবাবু সব সুখেভোগে--বাকিরা ভোগে ক্ষয়ের রোগে ;
বদ্যিডাকুর নামেই ভয়--জীবন জুড়ে দুঃসময় ।
মহামারীতে বন্ধ কাজ--প্রায় লাগে না হাঁড়িতে তাপ ,
এরপরেও দাগছে তোপ--বাবুমস্তান হররোজ ;
কানামাছিদের ভীষণ ভোঁ--দিনে রাতে সব মারছে ঢোঁ ।
মরার 'পরেও খাঁড়ার ঘা--বাঁচতে চাস তো নাম লেখা ;
বোমা গুলির হুহুঙ্কার--ঘুম টুটেছে সবারকার ।
জলে কুমির ডাঙায় বাঘ--পায়ে সবার জড়িয়ে সাপ ,
ভূত-মানুষের হানাদারি--ছাড়তে হবে বসতবাড়ি ।
বাড়ির পাশে অস্ত্র হাতে--ঘুরছে প্রেত মধ্যরাতে ,
না-রাজি যদি লাগবে আগ--বাঁচতে চাস আগেই ভাগ ;
নয়তো বা সোজা আপসে যা--যে যেমন বলে তেমন গা ।
বাছতে গেলেই উজাড় গাঁ--অফিসপাড়া ফাইল ফাঁকা ,
পাপ হয় না করলে চুরি--মিথ্যের সব ফুলঝুরি ।
হবু রাজার ভীষণ দেশ--ডাকাত ধরে ভদ্র বেশ ,
সাতটা খুনে সবটা মাপ--থাকলে পাশে বিশাল হাত ।
কেউবা কেউ জেল আসামী--হঠাৎই হয় ভীষণই দামী ,
ফেরার যে যে কৃপায় ফেরে--সব শর্তেই মাথা নেড়ে ;
রক্ত দিতে নাই কো কেউ--নেবার আছে অনেক ফেউ ।
বুকের জমি নয় কো জমি--দিগন্তহীন মরুভূমি ,
জনগণের করের টাকা--মহোৎসবে ভীষণ ফাঁকা ।
নেতা আজকের ভগবান--পদে সবার কর প্রণাম ,
সেই তাঁরা খুব দীনজন--সবার বেশি চাই বেতন ।
আর যা যা সব চাই চাই--শূন্য খাতা হিসাব নাই ,
তোদের দাবি লাঠির মুখে--আছিস থাক মুখটি বুজে ;
গাইবে নেতা ভোটের মাসে--মাথায় পুরুত হাত রাখে ।
ভোটযুদ্ধে জয়ের শেষ--রাজার রাজা চাঁদের দেশ ,
কিনতে জমি চন্দ্রপিঠে--রাস্তা ধরে সহজ সিধে ;
কেউ জানি না ফিরবে কবে--ফিরে ফাগুনে হয়তো হবে ।
আমরা কি সত্যি স্বাধীন--এই কি সেই 'আচ্ছে' দিন ?
দেশের থেকেও দল বড়--বাঁশের থেকে কঞ্চি দড় ;
বলবো কথা বন্ধ মুখ--দেখবো চোখে থাকবো চুপ ,
বাঁচতে হলে মানতে হবে--বিধানগুলো খুব নীরবে ।
পিঠ সিধে সে' চলবো কবে--কতদিন বা বইতে হবে
পাপের বোঝা মাথার 'পর--হবো বা কবে স্বনির্ভর ?
কতকাল বা পাতবো হাত--ভিখ মেগে ভিক্ষুসমাজ ?
সামাল হো ভাই সামাল হো--বাঁচবো যে তার নাই কো জো ।
---------------------------------------------------------------------