Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

বিভাগ-কবিতা শিরোনাম-কোরবানি কলমে-শিলন হাজরা তারিখ-২১/০৭/২০২১
পবিত্র ঈদের খুশি কোরবানির শুদ্ধ আনন্দে একসাথে নামাজ পড়ে কোলাকুলি করি মহানন্দে।ঈদ উল আযহা ভালোবাসার তৈরি রাজপ্রাসাদ পশু কোরবানি করি পেতে শোকের প্রসাদ।আজ শুধু চাঁদের মতো উ…

 


বিভাগ-কবিতা 

শিরোনাম-কোরবানি 

কলমে-শিলন হাজরা 

তারিখ-২১/০৭/২০২১


পবিত্র ঈদের খুশি কোরবানির শুদ্ধ আনন্দে 

একসাথে নামাজ পড়ে কোলাকুলি করি মহানন্দে।

ঈদ উল আযহা ভালোবাসার তৈরি রাজপ্রাসাদ 

পশু কোরবানি করি পেতে শোকের প্রসাদ।

আজ শুধু চাঁদের মতো উজ্জ্বল দীপ্ত মন

নয় কোনো বাঁকা কথা,শুধু ভদ্র আচরণ

দীন দুঃখী আছেন যত আমাদের পাড়ার 

দান কিছু করে তাদের জয় হোক মানবিকতার।

মহৎ বিবেক হোক সবার, হৃদয় উদার 

কোরবানি করো আজ সবে নোংরা পশু মনটার।


সাগরদিঘী, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ