💧সৃষ্টি সাহিত্য যাপন💧কবিতা -আয় বৃষ্টি ঝেঁপে💧কলমে-ছবি সিনহা বসু
বৃষ্টি ভেজা মাঠ ডেকেছেতাইতো ওরা দিয়েছে ছুটআজকে সবুজ ঘাসে ঘাসেখেলবে ওরা গোল্লা ছুট।
বৃষ্টি ভেলায় খেলতে গিয়ে ওরাও ভিজুক খানিকচারিদিকে ছড়িয়ে পড়ুকলক্ষ হাজার মানিক।
এই আশা…
💧সৃষ্টি সাহিত্য যাপন
💧কবিতা -আয় বৃষ্টি ঝেঁপে
💧কলমে-ছবি সিনহা বসু
বৃষ্টি ভেজা মাঠ ডেকেছে
তাইতো ওরা দিয়েছে ছুট
আজকে সবুজ ঘাসে ঘাসে
খেলবে ওরা গোল্লা ছুট।
বৃষ্টি ভেলায় খেলতে গিয়ে
ওরাও ভিজুক খানিক
চারিদিকে ছড়িয়ে পড়ুক
লক্ষ হাজার মানিক।
এই আশাতেই থাকে ওরা
আসবে ভরা শাওন
সবাই মিলে চলবে লিখে
বর্ষার সাতকাহন।
🌧🌧🌧🌧🌧🌧🌧🌧