#কবিতা#প্রেমের_সমাধি#গোপা_ব্যানার্জী
আকাশ জুড়ে মেঘের চাঁদোয়া,অবিশ্রান্ত বারিধারা আজ যেন ধুয়ে মুছে দিতে চায় সব বিধিনিষেধ !সজল বাতাসে কেঁপে কেঁপে ওঠে মন,শিহরণ জাগায় বিকেলের নির্জনতা!জাগতিক মোহ মায়া ছিন্ন করে এ মন,পাড়ি দিতে চায় অজান…
#কবিতা
#প্রেমের_সমাধি
#গোপা_ব্যানার্জী
আকাশ জুড়ে মেঘের চাঁদোয়া,
অবিশ্রান্ত বারিধারা আজ যেন
ধুয়ে মুছে দিতে চায় সব বিধিনিষেধ !
সজল বাতাসে কেঁপে কেঁপে ওঠে মন,
শিহরণ জাগায় বিকেলের নির্জনতা!
জাগতিক মোহ মায়া ছিন্ন করে এ মন,
পাড়ি দিতে চায় অজানিতের পথে !
বৃষ্টি সজল বিষন্ন নিঃশ্বাসে শুনি যেন
পরানসখার মিলনের হাতছানি !
সেসব তো গেছে চুকে বহুদিন, বহুকাল
আর শুনিনা বাঁশিতে আমার নাম,
তবুও কেন মন উতল হল বুঝিনা,
স্মৃতির উস্কানিতে কেন ভিজছে চোখ!
বৃষ্টি ফোঁটার মত ঝরে পড়ুক টুপটাপ
অব্যক্ত যন্ত্রণায় ফুটে ওঠা রক্তগোলাপ
আমাদের প্রেমের সমাধির পরে!
©®গোপা