Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপনশিরোনাম - আমার বাড়িকলমচি - সঙ্গীতা চন্দ্র রায়তারিখ - ১৯.০৭.২০২১
মাটির বাড়ির মস্ত দালান আলো- হাওয়া খেলা ঘর,জন্ম সেথায় প্রাণে করে আগলে বুকের পর।আমার বাড়ি পুবগাঁয়েতে গাছ-গাছালি ঘেরা,সবুজ ধানে শিশির ভেজা পাখ …

 


সৃষ্টি সাহিত্য যাপন

শিরোনাম - আমার বাড়ি

কলমচি - সঙ্গীতা চন্দ্র রায়

তারিখ - ১৯.০৭.২০২১


মাটির বাড়ির মস্ত দালান আলো- হাওয়া খেলা ঘর,

জন্ম সেথায় প্রাণে করে 

আগলে বুকের পর।

আমার বাড়ি পুবগাঁয়েতে গাছ-গাছালি ঘেরা,

সবুজ ধানে শিশির ভেজা 

পাখ - পাখালি সেরা ।

রাঙামাটির পথটি যেথায় 

মেশে পথের বাঁকে,

সেই পথেতেই স্মৃতিগুলো জড়িয়ে শাখে শাখে।

প্রশান্তি ও নির্জনতায় আমার প্রাণের বাড়ি,

একছুটেতে সেথায় যদি 

দিতাম আমি পাড়ি।

ইঁট পাথরের ঘেরা বাড়ি 

প্রাণের দেখা নেই,

শহর জুড়ে কোলাহলে শান্তি কোথা পাই?

এক চিলতে ঘরেও আমার 

স্বপ্ন দেখা বাস,

মাটির বাড়ির নিদ্রাসুখে শান্তি বারোমাস।

বারান্দাতে খোলা মনে পুতুল পুতুল খেলি,

দখিনা হাওয়ার শনশনানি কত কিছু তারে বলি ।

বৈশাখেতে ঝড়ের পরে আমের সারি সারি,

আনন্দ আর উদ্দীপনা ধরতে নাহি পারি ।

হারিয়ে গিয়েছে ছোটবেলার আনন্দঘন দিন,

গমগমে ঘর আকাশ বাতাস মুখর সারাদিন ।

বাড়ি আমার মুক্ত হৃদয় হোকনা গড়া মাটির,

ভালোবাসা পরতে পরতে সবার সেরা খাঁটি।