এসো বন্ধু ঈদে নাজমা সুলতানা তারিখ - ২০,০৭,২০২১
আমার বাড়ি এসো বন্ধুপবিত্র এই ঈদেপোলাও দেবো পায়েস দেবোদেখেই পাবে ক্ষিদে।
বিরিয়ানি খেতে দেবো দেবো লাচ্ছা সিমাইহরেক রকম পায়েস দেবোদেব মন্ডা মিঠাই।
মন পশুকে দেবো বলিপ্রেমের পশু দিয়েভালোব…
এসো বন্ধু ঈদে
নাজমা সুলতানা
তারিখ - ২০,০৭,২০২১
আমার বাড়ি এসো বন্ধু
পবিত্র এই ঈদে
পোলাও দেবো পায়েস দেবো
দেখেই পাবে ক্ষিদে।
বিরিয়ানি খেতে দেবো
দেবো লাচ্ছা সিমাই
হরেক রকম পায়েস দেবো
দেব মন্ডা মিঠাই।
মন পশুকে দেবো বলি
প্রেমের পশু দিয়ে
ভালোবাসার সুসম্পর্কে
থাকব প্রীতি নিয়ে।
তোমরা এসো আমার বাড়ি
নতুন পোশাক পরে
স্মৃতিটুকু রাখবো ধরে
আমার মনের ঘরে।
ঈদ মানেই খুশির আমেজ
ভালোবাসায় ছাওয়া
মান অভিমান দূরে ঠেলে
তোমায় কাছে পাওয়া।