বৃষ্টিভেজা বর্ষা -----------নন্দ দুলাল রায়রচনাঃ১২/০৭/২০২১
বৃষ্টি পড়ে বিলের জলে যায় মাঝি নদী পারাপারে,পাড়ি দিতে বিলের জলে ছাতা মাথে নৌকা ছাড়ে।
দিচ্ছে কত পাড়ি ভর দুপুরে, …
বৃষ্টিভেজা বর্ষা
-----------নন্দ দুলাল রায়
রচনাঃ১২/০৭/২০২১
বৃষ্টি পড়ে বিলের জলে
যায় মাঝি নদী পারাপারে,
পাড়ি দিতে বিলের জলে
ছাতা মাথে নৌকা ছাড়ে।
দিচ্ছে কত পাড়ি ভর দুপুরে,
বৃষ্টি পড়ে অথৈ নদীজল।
বৃষ্টি পড়ে কাছে বহুদূর
চারিদিকে শুধুই বন্যর জল।
দিবানিশি বৃষ্টি পড়ে যদি
কেমনে তুলবে ফসল ঘরে!
নৌকায় বসে কৃষাণ ভাবে-
ফসলিজমি জলে গেছে ভরে।
বৃষ্টি পড়ে খালের জলে
ডিঙি নৌকা যাচ্ছে তলে।
বৃষ্টি পড়ে ঝিলের স্বচ্ছজলে
কৃষাণ ভাসে নয়ন জলে।
বৃষ্টি পড়ে গাছের ডালে
ডাহুকছানা ব্যস্ত ডুব সাঁতারে।
বৃষ্টি পড়ে পুকুর নদী জলে
পূবাকাশে রঙধনুর রঙ ওড়ে।
বৃষ্টি পড়ে সকাল দুপুর
তাকিয়ে দেখি বন্যার জলে-
রুইকাতলায় পুকুর ভরপুর,
আজি মন নাচে বৃষ্টির তালে।
বৃষ্টি ভেজা বর্ষার জলে
মাছরাঙা, বক অবগাহন করে।
তৃষ্ণার্ত চাতক বৃষ্টির কাছে
জল চেয়ে যায় একাধারে।
অপরাহ্নঃ০১ঃ ৩২মিঃ