সৃষ্টি সাহিত্য যাপন
শিরোনাম - রথযাত্রাকলমে - ঝুমা মল্লিক১১।৭।২০২১
ছোট্ট মেয়ে পরীরথ টানবে ? এসব কিন্তু বাড়াবাড়ি সেই রথের মেলায় তার সাথে দেখাজানা অজানা কত কিছু শেখা।রথের দড়ি কারা ধরে ?পরী প্রশ্ন করেমানুষের ভিড়ে ,অমানুষ লুকিয়ে থ…
সৃষ্টি সাহিত্য যাপন
শিরোনাম - রথযাত্রা
কলমে - ঝুমা মল্লিক
১১।৭।২০২১
ছোট্ট মেয়ে পরী
রথ টানবে ? এসব কিন্তু বাড়াবাড়ি
সেই রথের মেলায় তার সাথে দেখা
জানা অজানা কত কিছু শেখা।
রথের দড়ি কারা ধরে ?পরী প্রশ্ন করে
মানুষের ভিড়ে ,অমানুষ লুকিয়ে থাকে,
ওরা পরীর জীবন নষ্ট করে।
আজ জগন্নাথ নতুন করে সাজে
আজো পরীর দুঃখ বুকের মাঝে ।
ছোট্ট পরী প্রশ্ন করে ,কে ঠাকুর ঘরে?
পরী একা এই সংসারে,দুঃখ কে সাথী করে
আকাশে কে থাকে ,পরী ডাকে তাকে
ভাগ্যের খেলা আর জগন্নাথ দেখা ।
পরী আর জগন্নাথ আজ এক পথে
রথের ভিতরে বাইরে ,ওরা নতুন কোন শপথে
ঈশ্বর কার সাথে ?
পরী একলা পথে ।