Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

শিরোনাম:ফুলদানি হতে চাই না মোটেইকলমে: মনোজ ভট্টাচার্য্যতারিখ-০৮/০৭/২০২১##################ফুলদানি তুমি যতই সাজোরংবেরঙের ফুল সাজে,মনে রেখো তুমি, তোমার শোভাবাড়ানো হয়েছে মরা ফুল দিয়ে।সৌরভ রবে ক্ষণস্থায়ী, রং জৌলুস যাবে চলে,পচন ধরব…

 


শিরোনাম:ফুলদানি হতে চাই না মোটেই

কলমে: মনোজ ভট্টাচার্য্য

তারিখ-০৮/০৭/২০২১

##################

ফুলদানি তুমি যতই সাজো

রংবেরঙের ফুল সাজে,

মনে রেখো তুমি, তোমার শোভা

বাড়ানো হয়েছে মরা ফুল দিয়ে।

সৌরভ রবে ক্ষণস্থায়ী, রং জৌলুস যাবে চলে,

পচন ধরবে ধীরে ধীরে সে যে

শুকিয়ে যাবে তোমারি দেহে।

যেইনা শুকাবে ফুলের তোড়া

তাকাবেনা কেউ তোমার দিকে,

পড়ে রবে তুমি ঘরের কোণে

গুমোর তোমার রইবে না যে।

 তোমার শরীর যেমনই হোক

কাচের অথবা পিতলে গড়া,

ফুলের তোড়া মাথায় গুঁজলে

মান্যতা দেবে তবেই ওরা।

বর্তমানের সমাজ চলে

দেখনসারির কারসাজিতে

গুন বিচারটা করে তারা

দেখনসারির পরে এসে।

ধূপ পুড়ে মরে সকাল-সন্ধ্যে

সৌরভ দেয় নিজেরে পুড়িয়ে,

সেই সৌরভ যায় না বৃথা

পবিত্র কাজে তারেই লাগে।।

এই সুন্দর ধরনীর মাঝে

পরার্থপরতায় বিশ্বাস রেখে,

চলতে পারলে এই পৃথিবীতে

ফুলদানি হতে হবে না কাউকে।।

########################