Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপন
#অন্তারম্ভ ,শেষ  শব্দ দিয়ে পরের লাইন শুরু#কবিতা #সত্বা#মৌসুমী মুখার্জী
আমি জানি ভালোবাসা এত ভঙ্গুর নয়নয় তবুও  কার কালো হাতছানিহাতছানি এলোমেলো করবে না তো জীবন আমারআমার ভাবনা শুধু তোমাকে নিয়ে নিয়ে যাবে তোমার কাছে …

 


সৃষ্টি সাহিত্য যাপন


#অন্তারম্ভ ,শেষ  শব্দ দিয়ে পরের লাইন শুরু

#কবিতা

 #সত্বা

#মৌসুমী মুখার্জী


আমি জানি ভালোবাসা এত ভঙ্গুর নয়

নয় তবুও  কার কালো হাতছানি

হাতছানি এলোমেলো করবে না তো জীবন আমার

আমার ভাবনা শুধু তোমাকে নিয়ে

 নিয়ে যাবে তোমার কাছে আমায়

 আমায় ভুল বুঝতে পারে সকলে

 সকলে তো জানে না আমি অন্ধ

 অন্ধ বলেই কি  করুণা করবে তোমার বাড়ির লোক

 লোক জন প্রতিবেশী কে কি বলবে আমার পরিচয়

 পরিচয় তো একটাই আমরা একই গাঁয়ে থাকি

 থাকি বলেই কি ঘরে ওঠাতে হবে তোমার সংসারে

 সংসার যদি ভেঙে যায় আমার কারণে

 কারণে অকারণে আমি চাইনা তোমার দয়া দয়া যদি করতেই হয় আমায় ভুলে যাও এই মুহূর্তে

 মুহূর্তের মধ্যে যেমন আমায়  সব হারাতে হলো

  হলো যা হবার ছিল ,তুমি চলে যাও আমি যাবোনা।