Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃজনীবন্যা-সেরা-সাহিত্য-সম্মাননা

ভাবনা :-
দীর্ঘশ্বাসগুলো জমাট বেঁধে ঘুমের পিলেতে রাত কাটায়।সকালগুলো বলে ওঠেআরও একটা দিনে কেন জাগায়!বৃষ্টি ভেজা পরিয়ায়ী পাখিরাকলতান মুখর মেঘলা রোদে।সকাল সকাল মুঠোফোনটাশুভেচ্ছা জানিয়ে স্বপ্নে ভাসে।জাগরিত স্বপ্ন! সে তো বিলাসিতার সাতকা…

 


ভাবনা :-


দীর্ঘশ্বাসগুলো জমাট বেঁধে 

ঘুমের পিলেতে রাত কাটায়।

সকালগুলো বলে ওঠে

আরও একটা দিনে কেন জাগায়!

বৃষ্টি ভেজা পরিয়ায়ী পাখিরা

কলতান মুখর মেঘলা রোদে।

সকাল সকাল মুঠোফোনটা

শুভেচ্ছা জানিয়ে স্বপ্নে ভাসে।

জাগরিত স্বপ্ন! 

সে তো বিলাসিতার সাতকাহন।

তবু,

রোদ ঝলমলে নীল আকাশের

পেজা পেজা মেঘ ভেজায় মন।

কেমন জানি শরতের ঐ বাদ্যি বাজে

দুঃখ সুখের অলিন্দে।

দিন যাপনের মেঘলা দশায়

কল্পনায় ভেসে আনন্দে।।


দেবযানী ঘোষাল

4rth July, 2021