#সৃজনী_বন্যায়
----------------// "না,কোনো করুনা নয়" //---------------
"যদিবন্ধু হও বাড়াও হাত......" ফোনটাকাতর হয়ে ডাকছে।
হ্যালো....কিছু বলবে...যথারীতি উদ্বিগ্নতা।
না,তেমন কিছু না।একবার আসতে পারবে?
এর পরও আসতে ব…
#সৃজনী_বন্যায়
----------------// "না,কোনো করুনা নয়" //---------------
"যদিবন্ধু হও বাড়াও হাত......" ফোনটা
কাতর হয়ে ডাকছে।
হ্যালো....কিছু বলবে...যথারীতি উদ্বিগ্নতা।
না,তেমন কিছু না।একবার আসতে পারবে?
এর পরও আসতে বলছো!!তাও আবার এই
দুর্যোগের দুপুরে! আমায় দুর্বল কোরোনা।
আর কতোটা খোয়ালে,যথাযথ নেওয়া যায়
প্রতিশোধ!কিসের জন্য আবারো আমন্ত্রণ!
এই কাতরতা! কোথায় রয়েছো বিচিত্র প্রেম!
মহিমময় করেছো আমায়!কী উপহার দিলে!
বহুদিনের সম্পর্ক! মূহুর্ত্তের ভুলে ছিন্ন প্রতিভাস।
ধৈর্য ধরতে দ্বিধান্বিত।দোষ-অদোষের ছিন্নপাতার
কোলাহল।যাবতীয় দ্রোহময় আচ্ছন্নতা।
আমার আকাশটা ভেঙে চৌচির। আমি দীর্ণ।
চরম বিষণ্নতায় আক্রান্ত।জমাটবাঁধা বিষাদ।
তুমি আসলে খুশী হবো। এরপর না হয় হারিয়ে যেও।
তবে ক্ষমা কোরো আমায়।মস্তো ভুল
ভুলের মাশুল গোনার সুযোগ দিয়ো আমায়।
বেশ যাবো, তবে.....না এটা চোখের জল ফেলার
সময় নয়। না, কোনো লাস্ট রাইডের স্বপ্ন নয়।
যাবতীয় স্বপ্ন ছিঁড়ে টুকরো টুকরো এখন।
রঙ্গ-তামাশার বয়স যে গেছে চলে,বিশ্বাস করতো!
নিরানন্দের ঢেউ ভেঙে এখন শুধু "শেষের কবিতা"র
ছন্দবিলাস নম্রতায়, " পা ফেলা আর পা তোলা।"
সত্যিই তো--"না,তেমন কিছু না।" তবে প্রকৃতি দেয়।
কেড়ে নেয় না।এটা জাগতিক।অবহেলায় নীরবে হারায়।
সবটাই অসমাপিকার উল্লাস।ও ক্ষয়।অবশেষে তাই
আমি প্রকৃতির কাছে আত্মসমর্পন করছি মাত্র।
বৃষ্টি,অঝোর বৃষ্টি, প্লাবন আনো আমার চৈতন্যে।
স্নিগ্ধ আগামী,কিছু সম্ভাবনা রেখো আমারও জন্যে।
তাতে নবীন পাতার উচ্ছাস দিও,ততোটাই
যতোটা মাপা প্রাপ্য আমার।না, কোনো করুনা নয়।
---------//@ মণীন্দ্রনাথ বাগ//-------//প্রবাসে//-------