#শিরোনাম_উল্টো রাজার দেশে#কলমে_পলি ঘোষ#তাং_১২.৭.২০২১
মন কেমনের বৃষ্টি উধাও সোদা মাটির গন্ধেচলার পথে পিছ্লালো পা,রথটা রথের ছন্দে।চোরকাঁটারা ফুটে ছিল,রঙিন জামার খাঁজেকোলাজ ফুলে উড়ল আঁচল, কাঁটার নবসাজে।
সেদিনও আষাঢ়,বৃষ্টি ভারী,রথ…
#শিরোনাম_উল্টো রাজার দেশে
#কলমে_পলি ঘোষ
#তাং_১২.৭.২০২১
মন কেমনের বৃষ্টি উধাও সোদা মাটির গন্ধে
চলার পথে পিছ্লালো পা,রথটা রথের ছন্দে।
চোরকাঁটারা ফুটে ছিল,রঙিন জামার খাঁজে
কোলাজ ফুলে উড়ল আঁচল, কাঁটার নবসাজে।
সেদিনও আষাঢ়,বৃষ্টি ভারী,রথ ও নিজের পথে
পা পিছ্লে কলার খোসায়,রথ দেখা সম্মতে।
রঙিন বাঁশি ভেঁপুর সাথে টগবগিয়ে ঘোড়া
গরমাগরম পাঁপড় ভাজায় হাতটা তারও জোড়া।
মাটির পুতুল শোকেস বন্দী,ইমিটেশন গয়না
দোদুলদোলায় ঝুলন খেলায়, বন্দী পোষা ময়না
রথের দড়ি রথেই টানে,চাকা নিজ কাজে
ধূলায় লোটে লুট বাতাসা,লুটতরাজের রাজে।
হৈ চৈ পড়ে ভরদুপুরে,ওই দেখা যায় চূড়ো
সন্ধ্যা নামে সাঁকোর বুকে,নড়বড়ে যে খুড়ো।
রথ কে ছুঁবি আশিস পাবি, জয় হে জগন্নাথ
তোরাও কবে বুড়িয়ে যাবি, মাথায় কাটা হাত।
ঘাড় কাঁপিয়ে হাসছে বুড়ি, নিলামে বেচে হাড়িকুড়ি
পরবি কতো কাঁচের চুড়ি,ভোকাট্টা উড়াল ঘুড়ি।
দাওয়াতে বসে মনটা কাঁদে,আজকে দিনে সারাবেলা
উল্টো রাজার উল্টো রথে ফিরত যদি ..
দিন গুলো আর সেসব মেলা!!